shono
Advertisement

স্টেশনে ঢুকল আস্ত একটি ভুতুড়ে ট্রেন! ভিডিওতে ছড়াল আতঙ্ক

হার্ট দুর্বল হলে এই ভিডিওটি দেখবেন না৷ The post স্টেশনে ঢুকল আস্ত একটি ভুতুড়ে ট্রেন! ভিডিওতে ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 05:08 PM Feb 11, 2019Updated: 05:08 PM Feb 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের আদৌ কোনও অস্তিত্ব রয়েছে নাকি নেই, এ নিয়ে আলোচনা শুরু হলে শেষ হতেই চায় না৷ গল্পের বইতে পড়ে কিংবা সিনেমা দেখে অনেকেরই বিশ্বাস কোনও প্রাণী ছাড়া ভূত হওয়া সম্ভব নয়৷ সে হতে পারে কোনও মানুষ কিংবা পশু৷ কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজ দেখলেই বদলে যেতে পারে আপনার ভাবনাচিন্তা৷ কে বলতে পারে এই ফুটেজটি দেখে হয়তো আপনিও বিশ্বাস করতে শুরু করবেন ভূতের অস্তিত্ব রয়েছে৷

Advertisement

[রেস্তরাঁয় খাবার পরিবেশন করছে সুন্দরী রোবট, ক্রমেই বাড়ছে ভিড়]

চিনের একটি স্টেশন বাউতো৷ যাত্রীদের সংখ্যা ওই স্টেশনে যে খুব কম তা আপনি বলতে পারবেন না৷ দিনের গুরুত্বপূর্ণ সময়ে বহু যাত্রী এই স্টেশন থেকে ট্রেন ধরেন৷ এই স্টেশনেই গত বছরের ১০ মার্চ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছিলেন এক কর্মী৷ প্রায় দু’মিনিটের ওই ভিডিও দেখে হাড়হিম হয়ে গিয়েছে তাঁর৷ রেলকর্মীর দাবি তিনি ওই সিসিটিভি ফুটেজে দেখেছেন একটি ট্রেন স্টেশনে ঢুকছে৷ তবে সেটিকে ট্রেনের ছায়া বললেও চলে৷ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল ট্রেনটি৷ যাত্রীদের ওঠানামার জন্য সাধারণত ট্রেন যতক্ষণ দাঁড়ায়, ততক্ষণই স্টেশনে দাঁড়িয়েছিল ভুতুড়ে ট্রেন৷ এরপর আবারও ট্রেনটি চলতে শুরু করে৷ এই দৃশ্য দেখার পরই রীতিমতো শিউড়ে উঠেছেন রেলকর্মী৷ তাঁর দাবি, দীর্ঘ কর্মজীবনে এই প্রথমবার নাকি এমন সিসিটিভি ফুটেজে ভুতুড়ে ট্রেন দেখা গেল৷ 

[আনারস দিয়ে তৈরি হচ্ছে শাড়ি-গয়না! ব্যাপারটা কী?]

গত বছরের এই সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়৷ নেটদুনিয়ায় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ভুতুড়ে ট্রেনের ভাইরাল সিসিটিভি ফুটেজ যে দেখছেন সেই আঁতকে উঠেছেন৷ সত্যিই যে এমন ঘটনাও ঘটতে পারে তা বিশ্বাস করতে গিয়ে অবাক হচ্ছেন অনেকেই৷ কেউ কেউ যদিও এই ফুটেজটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ যদিও বিশেষজ্ঞদের দাবি, খতিয়ে না দেখে কোনও ঘটনাকেই সত্যি অথবা মিথ্যা বলার কোনও কারণ নেই৷ ভুতুড়ে ট্রেন আদতে সত্যি হোক বা মিথ্যা, সোশ্যাল সাইটে আপলোডের পর তা নেটিজেনদের আলোচনার বিষয়বস্ত হয়ে উঠেছে৷

The post স্টেশনে ঢুকল আস্ত একটি ভুতুড়ে ট্রেন! ভিডিওতে ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার