সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের আদৌ কোনও অস্তিত্ব রয়েছে নাকি নেই, এ নিয়ে আলোচনা শুরু হলে শেষ হতেই চায় না৷ গল্পের বইতে পড়ে কিংবা সিনেমা দেখে অনেকেরই বিশ্বাস কোনও প্রাণী ছাড়া ভূত হওয়া সম্ভব নয়৷ সে হতে পারে কোনও মানুষ কিংবা পশু৷ কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজ দেখলেই বদলে যেতে পারে আপনার ভাবনাচিন্তা৷ কে বলতে পারে এই ফুটেজটি দেখে হয়তো আপনিও বিশ্বাস করতে শুরু করবেন ভূতের অস্তিত্ব রয়েছে৷
[রেস্তরাঁয় খাবার পরিবেশন করছে সুন্দরী রোবট, ক্রমেই বাড়ছে ভিড়]
চিনের একটি স্টেশন বাউতো৷ যাত্রীদের সংখ্যা ওই স্টেশনে যে খুব কম তা আপনি বলতে পারবেন না৷ দিনের গুরুত্বপূর্ণ সময়ে বহু যাত্রী এই স্টেশন থেকে ট্রেন ধরেন৷ এই স্টেশনেই গত বছরের ১০ মার্চ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছিলেন এক কর্মী৷ প্রায় দু’মিনিটের ওই ভিডিও দেখে হাড়হিম হয়ে গিয়েছে তাঁর৷ রেলকর্মীর দাবি তিনি ওই সিসিটিভি ফুটেজে দেখেছেন একটি ট্রেন স্টেশনে ঢুকছে৷ তবে সেটিকে ট্রেনের ছায়া বললেও চলে৷ কিছুক্ষণ দাঁড়িয়েও ছিল ট্রেনটি৷ যাত্রীদের ওঠানামার জন্য সাধারণত ট্রেন যতক্ষণ দাঁড়ায়, ততক্ষণই স্টেশনে দাঁড়িয়েছিল ভুতুড়ে ট্রেন৷ এরপর আবারও ট্রেনটি চলতে শুরু করে৷ এই দৃশ্য দেখার পরই রীতিমতো শিউড়ে উঠেছেন রেলকর্মী৷ তাঁর দাবি, দীর্ঘ কর্মজীবনে এই প্রথমবার নাকি এমন সিসিটিভি ফুটেজে ভুতুড়ে ট্রেন দেখা গেল৷
[আনারস দিয়ে তৈরি হচ্ছে শাড়ি-গয়না! ব্যাপারটা কী?]
গত বছরের এই সিসিটিভি ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়৷ নেটদুনিয়ায় তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ ভুতুড়ে ট্রেনের ভাইরাল সিসিটিভি ফুটেজ যে দেখছেন সেই আঁতকে উঠেছেন৷ সত্যিই যে এমন ঘটনাও ঘটতে পারে তা বিশ্বাস করতে গিয়ে অবাক হচ্ছেন অনেকেই৷ কেউ কেউ যদিও এই ফুটেজটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ যদিও বিশেষজ্ঞদের দাবি, খতিয়ে না দেখে কোনও ঘটনাকেই সত্যি অথবা মিথ্যা বলার কোনও কারণ নেই৷ ভুতুড়ে ট্রেন আদতে সত্যি হোক বা মিথ্যা, সোশ্যাল সাইটে আপলোডের পর তা নেটিজেনদের আলোচনার বিষয়বস্ত হয়ে উঠেছে৷
The post স্টেশনে ঢুকল আস্ত একটি ভুতুড়ে ট্রেন! ভিডিওতে ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.