shono
Advertisement

বিউটি পার্লারের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দুই

তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করা হয়েছিল বলে অভিযোগ৷ The post বিউটি পার্লারের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দুই appeared first on Sangbad Pratidin.
Posted: 04:00 PM Mar 09, 2017Updated: 10:30 AM Mar 09, 2017

স্টাফ রিপোর্টার: যাদবপুরে বিউটি পার্লারে তরুণীর ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ৷ বৃহস্পতিবার সকালেই তাদের গ্রেফতার করা হয়েছে৷ তাদের জেরা করে পুলিশ জানতে চাইছে এই ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না৷ বিউটিশিয়ানের কোর্স করছিলেন ওই তরুণী৷ মঙ্গলবার সন্ধ্যায় যাদবপুরের মুকুন্দপুরে ওই বিউটি পার্লারে কাজ শিখতে এসেছিলেন ওই তরুণী৷ রাতে পার্লার বন্ধ হওয়ার ঠিক আগেই এক যুবক চড়াও হয় তাঁর উপর৷ তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করা হয়েছিল৷ তারপরই অত্যাচার করা হয় ওই তরুণীকে৷

Advertisement

(মোবাইল চুরির অপবাদ, বাবার বকুনিতে আত্মঘাতী কিশোর)

তরুণীর অভিযোগ, তাঁকে ধর্ষণ করা হয়েছিল৷ সেইসময় আর এক যুবকও সেই জায়গায় উপস্থিত ছিল৷ এমনকী পুলিশকে অভিযোগ জানানো হলে তাঁর আরও ক্ষতি করা হবে বলে হুমকিও দিয়েছিল অভিযুক্তরা৷ গ্রেফতার হওয়া একজনের নাম রাজকুমার মণ্ডল৷ অপরজনের নাম অমল মণ্ডল৷ ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই তরুণী৷ বুধবার রাত থেকেই গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ৷ বৃহস্পতিবারও এলাকায় দফায় দফায় তল্লাশি চালানো হয়৷ পুলিশ সূত্রে খবর, ওই পার্লারের অন্য কর্মীদেরও জেরা করা হয়৷ তাদের জেরা করেই পুলিশ ওই দুই যুবককে গ্রেফতার করেছে৷

(সাত সকালে বাড়ির সামনে গুলিতে ঝাঁঝরা ব্যবসায়ী)

The post বিউটি পার্লারের মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ, ধৃত দুই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement