shono
Advertisement

অটোচালকের সঙ্গে তুমুল মারামারি, অসুস্থ হয়ে মৃত তৃণমূলত্যাগী প্রাক্তন বিধায়ক

অটোচালকের গালে প্রাক্তন বিধায়ক সপাটে চড় মারলে পালটা চড় মারেন অটোচালকও।
Published By: Amit Kumar DasPosted: 07:23 PM Feb 15, 2025Updated: 07:23 PM Feb 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার মধ্যে অটোচালকের সঙ্গে বচসা ও মারামারি। যার জেরে অসুস্থ হয়ে প্রাণ হারালেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেদার। শনিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেলগাভিতে। লাবু মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক ছিলেন। পরে ২০২১ সালে দল ছেড়ে তৃণমূলে গেলেও, মাধ্য ২ মাসের ব্যবধানে তৃণমূল থেকে ইস্তফা দেন।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের বেলগাভিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একটি অটো ধাক্কা মারে বিধায়কের গাড়িতে। এই ঘটনায় রাগে অগ্নিশর্মা হয়ে ওঠেন তিনি। গাড়ি থেকে নেমে অটোচালকের গালে তিনি সপাটে চড় মারেন বলে অভিযোগ। পালটা অটোচালক চড় কষান তাঁর গালে। বচসা কথাকাটির পর তা মারামারির আকার নেয়। স্থানীয়রা পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন।

স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, এরপর অটোচালক ফের বিধায়কের উপর হামলা চালান। পরিস্থিতি আবারও উত্তপ্ত আকার নেয়। এই অবস্থায় স্থানীয়রা অভিযুক্ত অটোচালককে ধরে বেধড়ক মারধোর করে। অভিযুক্ত অটোচালক কোনওমতে সেখান থেকে পালিয়ে যান। প্রাক্তন বিধায়কও গাড়ি নিয়ে নিজের হোটেলে চলে আসেন। তবে হোটেলে ফেরার কিছুক্ষণ পর অসুস্থবোধ করেন তিনি। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।

সেখান থেকে উদ্ধার করে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই প্রাক্তন বিধায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গোটা ঘটনায় অভিযুক্ত অটোচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বিধায়কের পরিবার। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করে হচ্ছে, রাস্তায় অভিযুক্তের সঙ্গে অশান্তি ও মারামারির কারণে উচ্চরক্তচাপ তৈরি হয় লাবু মামলেদারের। যার জেরেই এই অঘটন ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement