shono
Advertisement

আজব কাণ্ড! গুগলে ‘ইডিয়ট’ সার্চ করলে আসছেন ট্রাম্প

'ইডিয়ট' সার্চ করলে কেন আসছে ট্রাম্পের ছবি? The post আজব কাণ্ড! গুগলে ‘ইডিয়ট’ সার্চ করলে আসছেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.
Posted: 02:08 PM Jul 17, 2018Updated: 02:38 PM Jul 17, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যিই বড় বিচিত্র এই গুগল। কী যে হয় এখানে, তার কোনও ঠিক ঠিকানা নেই। নাহলে কি আর ইংরেজিতে ‘বোকা’ লিখলে স্ক্রিনে ভেসে উঠতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ? শুনতে অবাক লাগলেও গুগলে কিন্তু তাই দেখা যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা, ওই ছবির পোস্টমর্টেম করে দেখা গিয়েছে ওই নামে ছবিটি আলপোড করেছে মার্কিন মুলুকেরই এক ওয়েবসাইট।

Advertisement

[ কুলভূষণ কাণ্ডে ফের আন্তর্জাতিক আদালতে পাকিস্তান, দেবে ভারতের অভিযোগের জবাব ]

না। এর মধ্যে কোনও কারুকার্য নেই। গুগলের ইমেজ সেকশনে গিয়ে সার্চ বক্সে ‘idiot’ লিখলে সত্যিই চলে আসছে ট্রাম্পের ছবি। তবে কেন যে এমন হচ্ছে, তার কোনও কারণ ইহাজগতে নেই। তবে গুগল তো সার্চ ইঞ্জিন। ছবি যে নামে কেউ রাখবে, সেই নামটাই দেখাবে গুগলে। সেই অনুযায়ী ‘idiot’ বলে সার্চ করার পর ট্রাম্পের প্রথম যে ছবিটি এসেছিল, তার ইতিহাস ঘাঁটা হয়। দেখা যায় ছবিটি Babyspittle নামে একটি ওয়েবসাইট পোস্ট করেছে। এটি আমেরিকারই একটি ব্লগ ওয়েবসাইট। এই সাইট বেশ রক্ষণশীল ও তেমন চিন্তাধারা নিয়েই এখানে লেখা প্রকাশিত হয়। এই ব্লগ সাইট ডোনাল্ড ট্রাম্প বিরুদ্ধে অনেক লেখা রয়েছে।

[ বিতর্ক পিছনে ফেলে বৈঠকে হাত মেলালেন ট্রাম্প-পুতিন ]

কিন্তু প্রথমেই কেন ট্রাম্পের ছবি?

এর পিছনে একটি সহজ যুক্তি রয়েছে। যখন গুগল ইমেজে কোনও কি-ওয়ার্ড টাইপ করা হয়, গুগল সেই ছবিগুলোই দেখায় যেগুলিতে মেটা ট্যাগগুলি বিশেষ কি-ওয়ার্ড হিসাবে রয়েছে। এর মানে হাজার হাজার লোক ডোনাল্ড ট্রাম্পের ছবি আপলোড করেছে ‘idiot’ হিসেবে।

তবে এর শেষ এখানেই নয়। গুগল ইমেজ শুধু একবার ট্রাম্পের ছবি দেখিয়েই থেমে যায়নি। পাতায় যত নিচে যাওয়া হোক, যতই স্ক্রল করা হোক ট্রাম্পের ছবি আসছেই। ট্রাম্পের পর যেই ব্যক্তির ছবি আসছে তিনি হলেন স্যার আইজ্যাক নিউটন। ভাবা যায়!

The post আজব কাণ্ড! গুগলে ‘ইডিয়ট’ সার্চ করলে আসছেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement