shono
Advertisement

আরও ৩ বছর রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে থাকবেন শক্তিকান্ত দাস, সিদ্ধান্ত কেন্দ্রের

২০১৮ সালে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ করা হয় তাঁকে।
Posted: 09:05 AM Oct 29, 2021Updated: 09:20 AM Oct 29, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর পদে মেয়াদ বাড়ল শক্তিকান্ত দাসের। আরও তিন বছর দেশের শীর্ষ ব্যাংকের গভর্নর হিসাবে কাজ করবেন তিনি। শুক্রবার এই সিদ্ধান্ত জানিয়েছে কেন্দ্রের নিয়োগ কমিটি।

Advertisement

২০১৮ সালের ডিসেম্বর মাসে উর্জিত প্যাটেলের (Urjit Patel) ইস্তফার পর শক্তিকান্ত দাসকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করে কেন্দ্র। আগামী ১০ ডিসেম্বর ওই পদে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা তাঁর। কিন্তু শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি জানিয়ে দিয়েছে, আগামী ৩ বছরের জন্য শক্তিকান্ত দাসকে রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে পুনরায় নিয়োগ করা হয়েছে।

[আরও পড়ুন: ২জি মামলা নিয়ে ‘মিথ্যে অভিযোগ’, প্রাক্তন কংগ্রেস সাংসদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিনোদ রাই]

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে শক্তিকান্ত দাসের বেশ হৃদ্যতা রয়েছে বলেই শোনা যায়। দীর্ঘদিন মোদির অর্থ সংক্রান্ত বিভাগের সচিব পদে ছিলেন তিনি। ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী যখন নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনও শক্তিকান্ত সচিবের দায়িত্ব সামলাতেন। কেন্দ্রের তরফে নোট বাতিল নিয়ে বহু সাফাই দিতে শোনা গিয়েছে তাঁকে। তারই পুরস্কার স্বরূপ রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর পদে শক্তিকান্ত দাসকে নিয়োগ করা হয়। এছাড়া ১৫তম অর্থ কমিশনের সদস্য ছিলেন তিনি। ২০১৭ সালের মে মাসে তিনি আমলা পদে অবসর নেন। এরপর ২০১৮ সালের শেষদিকে তাঁকে আরবিআই গভর্নর পদে নিয়োগ করা হয়।

[আরও পড়ুন: শেয়ার বাজারে বিরাট ধস! প্রায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স]

বস্তুত, এর আগে রিজার্ভ ব্যাংকের যে দুজন গভর্নরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজ করেছেন, সেই রঘুরাম রাজন এবং উর্জিত প্যাটেল দু’জনেই অর্থনীতিতে রীতিমতো পণ্ডিত মানুষ। সেখানে শক্তিকান্ত দাসের ( Shaktikanta Das) অর্থনীতিতে তথাকথিত বড় ডিগ্রি না থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে রসায়নই তাঁর ইউএসপি। তাঁর আমলেই করোনা মহামারীর মতো ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। জিডিপির (GDP) রেকর্ড পতনের পর ঘুরেও দাঁড়াচ্ছে শক্তিকান্ত দাসের আমলেই। টানা একবছরের বেশি রেপো রেট এবং রিভার্স রেপো রেট সর্বনিম্ন ৪ এবং ৩,৩৫ শতাংশে ধরে রেখেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement