shono
Advertisement

৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনী পাচ্ছে নতুন 'কমব্যাট ভেহিক্যাল' The post ৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:53 PM Dec 12, 2016Updated: 01:23 PM Dec 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনার সশস্ত্র পদাতিক বাহিনীকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পদাতিক সেনার আধুনিকীকরণের জন্য ২৬১০টি অত্যাধুনিক ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিক্যাল’ বা এফআইসিভি কেনা হচ্ছে৷ ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের সময় ভারী অস্ত্রশস্ত্র বহনকারী এই ছোট সাঁজোয়া গাড়িগুলি ব্যবহার করবে৷ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই ‘মেগা প্রজেক্ট’-কে দ্রুত বাস্তবায়িত করতে এবার উদ্যোগী হল কেন্দ্র৷ এই প্রকল্পের জন্য কেন্দ্র ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷

Advertisement

ইতিমধ্যেই ‘অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড’ ছাড়া আরও দু’টি সংস্থা গাড়িগুলি নির্মাণের বরাত চেয়েছে৷ গাড়িগুলির নকশা ও ‘প্রোটো-টাইপ’ মডেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ সেরা মডেলটি বাছাই করে উৎপাদনের নির্দেশ দেওয়া হবে৷ এর জন্য কেন্দ্র একটি ‘ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম’ গড়েছে৷ যে সংস্থাগুলি সমরাস্ত্র বোঝাই গাড়িগুলি নির্মাণে আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে রয়েছে মাহিন্দ্রা, এল অ্যান্ড টি৷

এই গাড়িগুলি মূলত সশস্ত্র পদাতিক বাহিনী যুদ্ধের সময় ব্যাবহার করে৷ যুদ্ধক্ষেত্রের মধ্যে সশস্ত্র জওয়ানদের পৌঁছে দিতে ও সেখান থেকে আহত জওয়ানদের ফিরিয়ে আনতে এই গাড়িগুলি ব্যবহৃত হয়৷ কেন্দ্রের উদ্যোগ বাস্তবায়িত হলে পুরনো রুশ বিএমপি মডেলের কমব্যাট ভেহিক্যালের বদলে ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিক্যাল’ ব্যবহার করবে সেনাবাহিনী৷ জলে ও স্থলে সমান পারদর্শিতা দেখাতে পারা এই গাড়িগুলিকে ছোটখাটো ট্যাঙ্কের সঙ্গে তুলনা করা যায়৷ এর মধ্যে থাকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, মেশিন গান, ঢাল ও কামান৷ রণক্ষেত্রে ব্যবহৃত সাঁজোয়া গাড়ির মতো অতটা দুর্ভেদ্য না হলেও এই গাড়ির ভিতরে থাকলে গুলি-বোমার আঘাতে আহত হওয়ার সম্ভাবনা কম৷

১.৩ মিলিয়ন সদস্যের ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে ৬৩টি আর্মারড রেজিমেন্ট রয়েছে৷ টি-৯০এস, টি-৭২ ও অর্জুন ট্যাঙ্কের বহরে সজ্জিত সেনাবাহিনীতে রয়েছে ৪৪টি মেকানাইজড বিএমপি ইনফ্যানট্রি ইউনিট৷

(আইএসআইয়ের শীর্ষকর্তাকে সরিয়ে দিলেন নয়া পাক সেনাপ্রধান)

The post ৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement