shono
Advertisement

Breaking News

যে বীর সেনানিদের কাহিনী উঠে এসেছে রূপোলি পর্দায়

তাঁদের বীরগাথা ফুটে উঠেছে রূপোলি পর্দাতেও৷ The post যে বীর সেনানিদের কাহিনী উঠে এসেছে রূপোলি পর্দায় appeared first on Sangbad Pratidin.
Posted: 11:51 PM Aug 14, 2016Updated: 06:23 PM Aug 14, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ জুড়ে চলছে স্বাধীনতা দিবস উদযাপন৷ এই দেশকে ব্রিটিশ শৃঙ্খল থেকে মুক্ত করতে যেমন আত্মবলিদান দিয়েছেন বহু সন্তান, তেমনই  অনেক বীর সেনার কথা অজানাও থেকে গিয়েছে৷ নানা সময় বিপন্ন হতে বসেছে দেশের নিরাপত্তা, কিন্ত প্রাণ দিয়ে হলেও তা সম্ভব হতে দেননি বীর জওয়ানরা৷ এই স্বাধীনতা দিবস তাই স্বাধীনতা সংগ্রামীদের পাশাপাশি তাঁদেরও স্মরণ করার সময়, যাঁদের জন্য অক্ষুণ্ণ থেকেছে দেশের স্বাধীনতা৷ পরবর্তীকালে তাঁদের বীরগাথা ফুটে উঠেছে রূপোলি পর্দাতেও৷

Advertisement

ক্যাপ্টেন বিক্রম বাত্রা

কার্গিল যুদ্ধের সময় অসমসাহসের পরিচয় দিয়েছিলেন এই বীর জওয়ান৷ প্রায় ১৭,০০০ ফুট উচ্চতায় পাকি সেনাদের অবিশ্রান্ত গুলিবর্ষণের মধ্যেও তিনি তাঁর সেনাদের নিয়ে এগিয়ে গিয়েছিলেন৷ দুটি মেশিন গান ধ্বংসও করেছিলেন৷ ক্যাপ্টেন বাত্রা নিজেই খতম করেছিলেন তিন শত্রু সেনাকে৷ তাঁর দলেরই এক আহত সেনাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান ক্যাপ্টেন৷

দেশের এই বীর সন্তানকে মরণোত্তর পরমবীর চক্র সম্মানে ভূষিত করা হয়৷ ভারতীয় সেনাবাহিনীতে আজও বারবার করে উচ্চারণ করা হয় তাঁর নাম৷ তরুণ সেনাদের উদ্বুদ্ধ করা হয় তাঁর বীরত্বের কাহিনী বলে৷

বলিউডের এলওসি কার্গিল ছবিতে অভিষেক বচ্চন অভিনীত চরিত্রটি তাঁর ভূমিকার আদলেই তৈরি৷

অনুজ নায়ার

কার্গিল যুদ্ধের ইনি এক অমর শহিদ৷ রকেট এক্সোপ্লোসিভ বহন করার দায়িত্ব ছিল তাঁর৷ তা করতে গিয়ে বিপত্তি বাধে৷ কিন্তু দেশের নিরাপত্তায় এতটুকু হাত ছোঁয়াতে দেননি বিদেশী শত্রুকে৷ শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলেন, পালন করেছিলেন তাঁর দায়িত্ব৷

এই বীর সেনার চরিত্রই এলওসি কার্গিল ছবিতে পর্দায় ফুটিয়ে তোলেন সইফ আলি খান৷

ব্রিগেডিয়ার কুলদীপ সিং চাঁদপুরি

১৯৭১-এর লঙ্গেওয়ালা যুদ্ধে তাঁর বিক্রমের পরিচয় দেন ব্রিগেডিয়ার৷ পাকিস্তানি আক্রমণের মুখে তাঁর ১২৪ জন সৈন্য নিয়ে লড়াই চালান৷ ভারত সরকার পরবর্তীকালে তাঁকে পরমবীর চক্র সম্মান তুলে দেয়৷

ব্রিগেডিয়ারের চরিত্র অবলম্বনেই জে পি দত্ত তৈরি করেন ‘বর্ডার’ ছবিটি৷ সেখানে এই চরিত্রে অভিনয় করেন সানি দেওল৷

মনোজ কুমার পান্ডে

কার্গিল যুদ্ধে বাটালিক সেক্টর দিয়ে যে পাক সৈন্যরা ঢুকে পড়েছিল তাদের প্রতিহত করেছিলেন এই তরুণ সেনা৷ তাঁর নেতৃত্বেই বড়সড় সাফল্য পায় সেনাবাহিনী৷ দুর্গম এক অঞ্চল দিয়ে সেনা ঘাঁটির একেবারে কাছাকাছি পৌঁছে যান তিনি৷ বাধে সম্মুখসমর৷ অসম সাহসের পরিচয় দিয়ে গুলিবৃষ্টির মধ্যেই তিনি নিজেই এগিয়ে যান৷ নেতার সাহস দেখে তাঁর ট্রুপের সেনারা এগিয়ে আসেন৷ শত্রুদের প্রতিহত করা সম্ভব হয়৷

দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সময় তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন তিনি যোগ দিতে চান, তাঁর উত্তর ছিল, পরমবীর চক্র পাওয়ার জন্য৷ অসমসাহসী সেনাকে ভারত সরকার এই সম্মানে ভূষিত করেছিল৷ এলওসি কার্গিল ছবিতে তাঁর চরিত্রে রূপদান করেছিলেন অজয় দেবগণ৷

যোগেন্দ্র যাদব

ঘাতক কম্যান্ডো প্লেটুনে ছিলেন এই বীর সেনা৷ টাইগার হিলে তিন তিনটে বাঙ্কার প্রতিরোধ করার দায়িত্ব ছিল তাঁর কাঁধে৷ মাঝপথেই শত্রুশিবিরের চোখে পড়ে যান৷ মারাত্মক জখম অবস্থাতেও তিনি ওপরে ওঠেন ও একটি গ্রেনেড হাতে চার পাক সেনাকে খতম করেছিলেন৷ তাঁর নেতৃত্বেই সেই অভিযান সফল হয়েছিল৷

এলওসি কার্গিল ছবিতে তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন মনোজ বাজপেয়ী৷ হৃতিক রোশনের ‘লক্ষ্য’ ছবিতে জিমি শেরগিল অভিনীত চরিত্রটিও তাঁর থেকেই অনুপ্রাণিত৷

এছাড়া যখনই সেনাদের নিয়ে ছবি হয়েছে তখনই কোনও না কোনও বীর সেনার ছায়া পড়েছে সেখানে৷ আলাদা আলাদা করে হয়তো চেনা যায় না, হয়তো সকল সেনাই মিশে আছেন সেই ছায়াছবি-পথে৷

The post যে বীর সেনানিদের কাহিনী উঠে এসেছে রূপোলি পর্দায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement