shono
Advertisement

দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের

আজ থেকেই কার্যকর হচ্ছে নির্বাচনী আচরণবিধি। The post দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের appeared first on Sangbad Pratidin.
Posted: 02:28 PM Oct 25, 2017Updated: 08:58 AM Oct 25, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিমাচল প্রদেশে ভোটের দিন ঘোষণার ১৩ দিন পর অবশেষে গুজরাট বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। দু’দফায় ভোট হবে গুজরাটে, ৯ ও ১৪ ডিসেম্বর। ভোটগণনা হবে ১৮ ডিসেম্বর। বুধবার এক সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি।

Advertisement

গুজরাট ও হিমাচল প্রদেশের গণনা একইদিনে হবে। গুজরাটে ১৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। এদিকে এক সমীক্ষার ফলাফল বলছে, আসন্ন ভোটে গুজরাটে ১১৫-১২৫টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৫৭-৬৫টি আসন। তবে হার্দিক প্যাটেল কোনও আসন পাবেন না বলেই দেখা যাচ্ছে সমীক্ষার ফলাফলে। গুজরাটে ভোটে টাকার খেলা হচ্ছে বলে আজ কলকাতায় অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রত্যেক প্রার্থীকে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে নির্বাচনের জন্য। সেই অ্যাকাউন্ট থেকেই নির্বাচনের যাবতীয় খরচ মেটাতে হবে। কোনও প্রার্থী নির্বাচনে ২৮ লক্ষ টাকার বেশি খরচ করতে পারবেন না। আজ থেকেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল। নির্বাচন হবে ভিভিপ্যাট মেশিনে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। যার ফলে প্রত্যেক ভোটার ভোট দেওয়ার পর স্লিপ হাতে পাবেন। ভোটিং কম্পার্টমেন্টের উচ্চতা এবছর খানিকটা বাড়ানো হবে। পোলিং বুথে শারীরিক প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এ কে জ্যোতি আরও জানিয়েছেন, নির্বাচনের জন্য ৫০,১২৮টি পোলিং বুথ তৈরি হবে। যার মধ্যে ১৮২টি বুথ পরিচালনা করবেন মহিলারা। প্রতিটি বুথে রিয়াল টাইম মনিটরিং চলবে। ৯ ডিসেম্বর, শনিবার প্রথম দফায় ৮৯টি কেন্দ্রে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বাকি ৯৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ভোটের আগে সীমান্তে নজরদারি জোরদার করা হবে। প্রতিটি বর্ডার চেকপোস্টে সিসিটিভি মোতায়েন করা হবে। স্বচ্ছ নির্বাচন করতে মিডিয়ার সহযোগিতা চেয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার।

The post দুই দফায় গুজরাটে বিধানসভা নির্বাচন, ঘোষণা কমিশনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement