সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধোনির চেন্নাইকে হারিয়ে দুর্দান্ত ভাবে আইপিএলের ১৬তম মরশুম শুরু করেছে গুজরাট টাইটান্স। উদ্বোধনী ম্যাচে ৫ উইকেটে জয়ী গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সেই জয়ের পরই জোর ধাক্কা হার্দিকের শিবিরে। জানা যাচ্ছে, হাঁটুতে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছেন কেন উইলিয়ামসন।
মিনি নিলামে ২ কোটি টাকার বিনিময়ে কিউয়ি অধিনায়ককে দলে নিয়েছিল গুজরাট (Gujarat Titans)। কিন্তু প্রথম ম্যাচেই চোট পেলেন উইলিয়ামসন। ঘটনাটি ঘটে চেন্নাইয়ের ইনিংসের সময়। ঋতুরাজ গায়কোয়াড়ের ছক্কা বাঁচাতে গিয়ে ডান হাঁটুতে চোট পান তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। দু’জনের উপর ভর করে মাঠ ছাড়েন তিনি। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে তাঁর পরিবর্ত হিসেবে খেলেন সাই সুদর্শন। আর এবার শোনা যাচ্ছে, চোটের কারণে নাকি আর একটিও ম্যাচ খেলতে পারবেন না উইলিয়ামসন। যা নিঃসন্দেহে বড় ধাক্কা গুজরাটের জন্য। যদিও দলের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি।
[আরও পড়ুন: ‘আমার বিরুদ্ধে একটাও কথা বললে…’, কেজরিওয়ালের অসম সফরের আগে হুঁশিয়ারি হিমন্তর]
এদিকে এই ম্যাচেই চোটের উপর আবার ব্যথা পান মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ফিল্ডিং করার সময় দেখা যায় তিনি চোট পেয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। তারপরই জল্পনা শুরু হয়, তবে কি চোটের কারণে খেলতে পারবেন না ধোনিও? কারণ হাঁটুতে ব্যথার জন্য আগেই ধোনির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারই মধ্যে ফের তাঁকে চোট পেতে দেখে চিন্তার ভাঁজ করে চেন্নাই ভক্তদের কপালে। যদিও সব কৌতূহল দূর করে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়ে দেন, ওটা সামান্য ক্রাম্প ছিল। খেলার মাঠে এমনটা হয়েই থাকে। এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। ধোনি ফিট, আগের মতোই খেলবেনও।