সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬/ ১১ মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম চক্রী রাষ্ট্রসংঘ স্বীকৃতি আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলে পাকিস্তানে (Pakistan) আসন্ন নির্বাচনে প্রার্থী হচ্ছেন। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, কুখ্যাত বাবার তৈরি দল পাকিস্তান মারকাজি মুসলিম লিগের (PMML) হয়েই ভোটে দাঁড়াচ্ছেন তালহা সইদ।
আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা। উল্লেখ্য, জঙ্গি সংগঠন লস্করের প্রধান হাফিজ ২০১৯ থেকেই পাকিস্তানের জেলবন্দি রয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী জঙ্গি নেতার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্তও করেছে প্রশাসন।
[আরও পড়ুন: ৩ রাজ্যে ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে জোট হয়নি কেন? হারের ব্যাখ্যা চাইলেন রাহুল]
আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে আমেরিকা। সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আগেও বেশ কয়েক বছরের জেল হয়েছিল। বর্তমানে পাকিস্তানের কোট লখপত জেলে হাফিজ রয়েছে বলে দাবি ইসলামাবাদের। কিন্তু সে দেশেরই কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, হাফিজ বহাল তবিয়েতে নিজের বাড়িতেই আছেন। উল্লেখ্য, হাফিজের ছেলে তালহা সইদকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত। সেই এবার পাকিস্তানের নির্বাচনে দাঁড়াতে চলেছে। ভোটে জিতলে পাক পার্লামেন্টে ঠাঁইও পাবেন।