ক্ষীরোদ ভট্টাচার্য: রোগীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে সাতসকালে উত্তেজনা ছড়াল কলকাতা মেডিক্যাল কলেজে। উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। কীভাবে ওই রোগীর মৃত্যু হল? আত্মহত্যা নাকি নেপথ্যে অন্যরহস্য, তা জানার চেষ্টায় পুলিশ।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বিশ্বাস। বয়স ৪৮ বছর। অর্থোপেডিক বিভাগে ভরতি ছিলেন তিনি। চলছিল চিকিৎসা। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ তাঁকে ইনজেকশান দেন এক নার্স। পরে সকালে বাথরুমের বাইরে থাকা অগ্নিনির্বাপন যন্ত্রের পাইপে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় মনোরঞ্জন বিশ্বাসের দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের তরফেই দেহটি নামিয়ে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কারণে এই ঘটনা তা নিয়ে জারি ধোঁয়াশা।
[আরও পড়ুন: পুলিশের অনুমতি ছাড়াই বিধানসভা অভিযান SFI-এর, কোন পথে এগোবে মিছিল?]
শারীরিক অসুস্থতার কারণে আত্মঘাতী হয়েছেন মনোরঞ্জন বিশ্বাস? নাকি লুকিয়ে অন্য রহস্য? তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে রোগীর এই পরিণতিতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ।