shono
Advertisement

মুকুটে আরও এক পালক, প্রথম ভারতীয় মহিলা হিসেবে আইসিসি’র ‘মাসের সেরা’হরমনপ্রীত

পুরুষদের মধ্যে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার কে হলেন?
Posted: 08:34 PM Oct 10, 2022Updated: 08:34 PM Oct 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধিনায়ক হিসেবে চলতি এশিয়া কাপে দলকে আত্মবিশ্বাসের সঙ্গে সেমিফাইনালে পৌঁছে দিয়েছেন হরমনপ্রীত কৌর। লক্ষ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া। আর তারই মধ্যে ভারতীয় প্রমিলা বাহিনীর ক্য়াপ্টেনের মুকুটে জুড়ল আরও একটি পালক। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থের সম্মান পেলেন হরমনপ্রীত।

Advertisement

প্রতি মাসেই পুরুষ ও মহিলা দলের একজন করে সেরা তারকা বেছে নেয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ICC)। সদ্য সেপ্টেম্বর মাসের সেরার নাম ঘোষণা করা হয়েছে আইসিসির তরফে। আর সেখানেই মহিলাদের মধ্যে সেরার শিরোপা পেয়েছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। পুরুষদের মধ্যে সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান।

[আরও পড়ুন: উত্তপ্ত মোমিনপুর: সুকান্তকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল বিজেপির, লালবাজারে শুভেন্দু]

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই এই অনন্য সম্মান পেলেন হরমনপ্রীত। নিজের সতীর্থ স্মৃতি মন্ধানা ও বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানাকে পিছনে ফেলে সেরার শিরোপা পেয়েছেন তিনি। “এই পুরস্কারের জন্য মনোনীত হওয়াটাই ভীষণ আনন্দের ছিল। আর তা জিতে তো দারুণ লাগছে। স্মৃতি ও নিগারের সঙ্গে মনোনীত হওয়ার পর নিজের জয়টা আরও তৃপ্তির। দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় আমার কেরিয়ারের অন্যতম সেরা স্মৃতি।” ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ হয়ে বলেন হরমনপ্রীত। উল্লেখ্য, ১৯৯৯ সালের পর প্রথমবার হরমনের নেতৃত্বেই ইংলিশ বাহিনীর বিরুদ্ধে সিরিজ জেতে ভারত।

ব্যাটার হিসেবে সেই সিরিজে ২২১ রান করেন তিনি। সেটাই ওই সিরিজের সর্বোচ্চ রান। প্রথম ম্যাচে ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচে ১১১ বলে ১৪৩ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন তিনি। এদিকে, পুরুষদের ক্রিকেটে মাসের সেরা হওয়ার দৌড়ে নাম ছিল ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের। তবে তাঁদের টপকে টি-২০ ক্রিকেটে দুরন্ত ছন্দে খেলায় সেরা হয়ে গিয়েছেন রিজওয়ান।

[আরও পড়ুন: নগদ-জমা-গাড়ি-গয়না মিলিয়ে কত কোটির সম্পত্তি রেখে গেলেন মুলায়ম? উত্তরসূরিই বা কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement