সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ববিধি, কোয়ারেন্টাইন। ২০১৯ সালের শেষদিক থেকে এই শব্দগুলির সঙ্গে অভ্যস্ত প্রায় সকলে। কারণ, সেই সময় চিন থেকে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। সেই দুঃসহ সময় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে গোটা দেশ। তবে তারই মাঝে ফের অশনি সংকেত। আবারও দেশজুড়ে বাড়ছে কোভিড। নতুন ভ্যারিয়্যান্টের ফলে বাড়ছে সংক্রমণ। কর্নাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিমেও মিলেছে আক্রান্তের খোঁজ।
রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং JN.1-এর সাবভ্যারিয়েন্ট LF.7 এবং NB.1.8-এর দাপটের কারণেই এই সংক্রমণ বৃদ্ধি। JN.1 হল ওমিক্রন BA.2.86-এর সাবভ্যারিয়েন্ট। ২০২৩ সালের আগস্টে প্রথমবার এর দেখা মিলেছিল। পাশাপাশি দাবি করা হচ্ছে, টিকা থেকে সুরক্ষা সময়ের সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে সংক্রমিত হওয়ার। পাশাপাশি মরশুমি সংক্রমণ, সামাজিক মেলামেশা বৃদ্ধি এবং ভ্রমণ- এগুলিও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এখনই আতঙ্কের কোনও কারণ নেই। তবে সাবধানতা প্রয়োজন। জেনে নিন কোন কোন উপসর্গ দেখে বুঝবেন কোভিডের নয়া ভ্যারিয়্যান্টে আক্রান্ত আপনি।
উপসর্গগুলি হল:
* জ্বর
* সর্দি
* গলা জ্বালা
* মাথা যন্ত্রণা
* অতিরিক্ত ক্লান্তি
* গাঁটে গাঁটে ব্যথা
* পেশিতে ব্যথা
* গ্যাস, অম্বলের সমস্যা
এই উপসর্গগুলি থাকলে আজই সাবধান হোন। চিকিৎসকদের মতে,
* জনবহুল এলাকায় মাস্ক পরুন।
* বাইরে থেকে ফিরে হাত-পা ধুয়ে নিন।
* অবশ্যই পোশাক বদল করে ফেলুন।
* খাওয়াদাওয়ার আগে ব্যবহার করুন স্যানিটাইজার।
* প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।