সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের শহর জুড়ে বিষাক্ত বাতাস আর ধোঁয়াশা। এই পরিস্থিতিতে আমাদের ফুসফুস কতটা সুস্থ (Lung Health) থাকতে পারছে, তা নিয়ে রয়েছে বহু ধন্দ। অনেক সময় ফুসফুসের ক্ষতি নিঃশব্দে ঘটে। তাই, বাইরে থেকে কোনও লক্ষণ বোঝা সম্ভব নয়। তবে চিকিৎসকরা এমন এক সহজ পরীক্ষার কথা বলছেন যা ঘরে বসেই আপনি করতে পারেন। বুঝে নিতে পারেন আপনার ফসফুস কতটা সুস্থ।
চিকিৎসকরা কোন পরীক্ষার কথা বলছেন?
শুধু অনুমানের ওপর ভিত্তি করে ফুসফুসের স্বাস্থ্যের ঝুঁকি নেওয়া ঠিক নয়। সঠিক মূল্যায়নের জন্য চিকিৎসকরা কিছু জরুরি পরীক্ষার কথা বলেছেন।
১) স্পাইরোমেট্রি (PFT): এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আপনার ফুসফুস কতটুকু বাতাস ধরে রাখতে পারে এবং কতটা দ্রুত তা ছাড়তে পারে। সেই পরিমাপ এই পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা হয়।
২) চেস্ট এক্স-রে: দুই সপ্তাহের বেশি কাশি বা শ্বাসকষ্ট থাকলে এটি করা জরুরি।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
কিছু লক্ষণ দেখা দিলে দেরি করা একদম উচিত নয়।
১) টানা দুই সপ্তাহের বেশি কাশি।
২) নিশ্বাস নেওয়ার সময় বাঁশির মতো আওয়াজ হওয়া।
৩) সামান্য শারীরিক পরিশ্রমেই হাঁপিয়ে ওঠা।
৪) বারবার বুকে সংক্রমণ বা ঠান্ডা লাগা।
