সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখের স্বাস্থ্য খারাপ হলে শুধু দাঁত নয়, প্রভাব পড়তে পারে সরাসরি মস্তিষ্কের স্নায়ুর ওপর। সম্প্রতি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষকরা জানাচ্ছেন, আমাদের মুখে থাকা 'ফিউসোব্যাকটেরিয়াম নিউক্লিয়াটাম' নামক একটি ব্যাকটেরিয়া মাল্টিপল স্ক্লেরোসিস (MS) রোগীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটাচ্ছে। মাল্টিপল স্ক্লেরোসিস হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক জটিল রোগ, যা নিমেষে মানুষের স্বাভাবিক চলাফেরার ক্ষমতা কেড়ে নিতে পারে।
হিরোশিমা বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক মাসাহিরো নাকামোরি এবং তাঁর দল এই গবেষণায় লক্ষ্য করেছেন যে, মাল্টিপল স্ক্লেরোসিস আক্রান্ত রোগীদের মধ্যে যাদের মুখে এই ব্যাকটেরিয়ার মাত্রা বেশি, তাদের মধ্যে পক্ষাঘাতের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি। এই ব্যাকটেরিয়া মূলত মাড়ির অসুখ বা পেরিওডন্টাইটিস তৈরি করে। এই দীর্ঘস্থায়ী প্রদাহ রক্তপ্রবাহের মাধ্যমে স্নায়ুতন্ত্রে পৌঁছে যায়।
কীভাবে ক্ষতি করছে এই জীবাণু?
১) এই ব্যাকটেরিয়াটি একটি ‘সেতুবন্ধন’ হিসেবে কাজ করে। এটি শুধু দাঁতের ক্ষতি করে না, বরং শরীরের প্রদাহ বাড়িয়ে স্নায়ুর সুরক্ষা কবচ বা 'মায়োলিন শিথ' নষ্ট করে দেয়।
২) পরিসংখ্যান বলছে, যাদের মুখে এই জীবাণু বেশি, তাদের প্রায় ৬১.৫ শতাংশ রোগী পক্ষাঘাত বা শারীরিক অক্ষমতার শিকার হন।
৩) ধূমপান, ভিটামিনের অভাব বা জেনেটিক কারণের পাশাপাশি মুখের অপরিচ্ছন্নতা এখন এই রোগের অন্যতম বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।
