সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট গণনা শুরু হওযার আগেই বিপত্তি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। খারাপ আবহাওয়ার কারণে দেরি করে গণনা শুরু হওয়ার আশঙ্কা। মালদার চাঁচলে নির্ধারিত সময়ে গণনা শুরু নাও হতে পারে। ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত গণনাকেন্দ্রগুলি। এখানে ৪টি বিধানসভা কেন্দ্রের গণনা হওয়ার কথা। উত্তর দিনাজপুরেও প্রবল ঝোড়ো হওয়া বইছে, সঙ্গে প্রবল বৃষ্টি। সেখানেও দেরিতে গণনা শুরুর আশঙ্কা।
Advertisement
The post প্রবল বৃষ্টিপাতে উত্তরবঙ্গের একাধিক জেলায় গণনা প্রক্রিয়া ব্যাহত appeared first on Sangbad Pratidin.
