shono
Advertisement
Lie Detector

জানেন সত্য-মিথ্যে ধরতে পারে ফোনও! ব্যাপারটা কী?

জেনে নিন ব্যাপারটা ঠিক কী?
Published By: Tiyasha SarkarPosted: 02:36 PM Aug 25, 2024Updated: 02:36 PM Aug 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর ইস্যুকে কেন্দ্র করে চর্চায় পলিগ্রাফ টেস্ট। মিথ্যে বললে নাকি সহজেই ধরে ফেলতে পারে এই যন্ত্র। কিন্তু জানেন কি মিথ্যে ধরার যন্ত্র রয়েছে আপনার হাতেও? ভাবছেন তো বিষয়টা ঠিক কী? চলুন জেনে নেওয়া যাক।

Advertisement

যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, চটপট খুলে নিন প্লে স্টোর। সার্চ করুন 'লাই ডিটেক্টর'। এর পরই একাধিক অ্যাপের অপশন পেয়ে যাবেন আপনি। এর পর পছন্দ মতো যে কোনও ডাউনলোড করে নিন। একেকটি কাজ করবে একেকভাবে। কোনওটিতে প্রশ্ন করার সময় যাকে প্রশ্ন করছেন তাঁর আঙুল ছুঁইয়ে রাখতে হবে মোবাইলের স্ক্রিনে। এর পর একের পর এক প্রশ্ন করবেন। উত্তর মিলতেই কোনওটিকে দেখাবে 'লাই', কোনওটিতে দেখানে 'ট্রুথ'। তবে এই অ্যাপের বিশ্বাসযোগ্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ফলত এই অ্যাপ আদৌ সত্য-মিথ্যে ধরতে পারে কি না, তা একেবারেই স্পষ্ট নয়। তবে হ্যাঁ, মজার ছলে এই অ্যাপ ব্যবহার করতেই পারেন।

[আরও পড়ুন: রেলের ধাক্কায় পশু মৃত্যু রুখতে নয়া উদ্যোগ, লাইন ধারে বসছে বিশেষ বেড়া]

উল্লেখ্য, পলিগ্রাফ টেস্টের সঙ্গে এই লাই ডিটেক্টর অ্যাপের কোনও মিল নেই। তদন্তের স্বার্থে যে টেস্ট হয় তাতে যে মেশিনটি ব্যবহার করা হয় সেটি পলিগ্রাফ (লাই ডিটেক্টর মেশিন)। যাঁর পলিগ্রাফ করা হচ্ছে তাঁর শ্বাস-প্রশাসের পদ্ধতি বলে দেয় কোন তথ্য ঠিক আর কোনটা ভুল। রক্তচাপ, হৃদস্পন্দন বাড়া-কমাতেও স্পষ্ট হয় সত্যি-মিথ্যের ফারাক। শরীর মস্তিষ্ক প্রশ্নের উত্তরে কীভাবে সাড়া দিচ্ছেন তা পলিগ্রাফে প্রকাশিত হয়। সঠিক উত্তর পেতে একাধিক অপশন দিয়ে অভিযুক্তের শরীর ভাষার বদল খেয়াল করলেই মেলে উত্তর। তবে পলিগ্রাফ টেস্টের রিপোর্টও একশো শতাংশ ভরসাযোগ্য কিনা, তা নিয়ে মতানৈক্য রয়েছে।

[আরও পড়ুন: আর জি কর থেকে শিক্ষা! পুরুলিয়ায় রাতের হাসপাতাল টহলে মহিলাদের ‘উইনার্স টিম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন, চটপট খুলে নিন প্লে স্টোর। সার্চ করুন 'লাই ডিটেক্টর'।
  • এর পরই একাধিক অ্যাপের অপশন পেয়ে যাবেন আপনি। এর পর পছন্দ মতো যে কোনও ডাউনলোড করে নিন।
Advertisement