অর্ক দে, বর্ধমান: উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা খারাপ হওয়ায় মানসিক অবসাদ। চরম সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমানের রায়নার (Rayna) ছাত্র। ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর নাম তৌসিফ মণ্ডল। পূর্ব বর্ধমানের রায়নার নতু গ্রামের বাসিন্দা সে। বরাবরই লেখাপড়ায় ভালো সে। লেখাপড়ার কারণেই বর্ধমান শহরে দিদির সঙ্গে ভাড়া থাকত তৌশিফ। বুধবার ছিল উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরিবার সূত্রে খবর, তৌসিফের এদিন পরীক্ষা ভালো হয়নি। বাড়ি ফিরে মনমরা হয়ে বসেছিল সে। মানসিকভাবে ভেঙে পড়ে।
[আরও পড়ুন: একাধিক অভিযোগ, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার শাহজাহানের সঙ্গী আমির আলি গাজি]
রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়ে তৌশিফ। বৃহস্পতিবার সকালে ঘর থেকে উদ্ধার হয় ছাত্রের গলায় ফাঁস দেওয়া দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ার অবসাদে এই কাণ্ড ঘটিয়েছে ছাত্র।