shono
Advertisement

Breaking News

‘মোদি থাকতে আপনার পক্ষে প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়’, রাহুলকে তোপ হিমন্তর

ফের রাহুলের ভাবমূর্তি নষ্টের চেষ্টায় বিজেপি!
Posted: 03:51 PM Mar 14, 2023Updated: 03:51 PM Mar 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদি বেঁচে (Narendra Modi) থাকতে রাহুল গান্ধী কোনওভাবেই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কর্ণাটকের জনসভায় কংগ্রেস নেতাকে তীব্র আক্রমণ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। তাঁর দাবি, ভারতের মানুষ আর বাবরি মসজিদ চায় না, চায় রাম মন্দির। হিমন্তর ইঙ্গিত, দেশের চরিত্র বদলাচ্ছে, তাই রাহুল গান্ধী আর প্রধানমন্ত্রী হতে পারবেন না।

Advertisement

কর্ণাটকে মে-জুন মাসে ভোট। সেরাজ্যে ভোটপ্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, বিদেশে গিয়ে ভারতের গণতন্ত্রকে বদনাম করার চেষ্টা করেছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। হিমন্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জন্য কাজ করছেন। কর্ণাটকের জন্য কাজ করছেন। তিনি যখন বিদেশে যান, দেশের প্রশংসা করেন। অথচ রাহুল গান্ধী বিদেশে গিয়ে ভারতকে বদনাম করছেন। এরপরই হুঁশিয়ারির সুরে অসমের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, জেনে রাখুন। যতদিন নরেন্দ্র মোদি আছেন, রাহুল গান্ধী আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন না।

[আরও পড়ুন: জঙ্গি হামলার হুমকি উড়িয়েই নিলাম হবে লিথিয়াম খনি, সিদ্ধান্ত কেন্দ্রের]

রাজনৈতিক মহলের ধারণা, ভারত জোড়ো যাত্রার পর জনমানসে রাহুলের ভাবমূর্তি অনেকটা বদলেছে। ‘পাপ্পু’ ইমেজ কাটিয়ে নেতা হয়ে ওঠার চেষ্টা করছেন রাহুল। সম্ভবত সেকারণেই ফের একযোগে রাহুলের ভাবমূর্তি নষ্ট করার কাজে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, কংগ্রেস সাংসদ বিদেশে গিয়ে দেশের অপমান করেছেন। সংসদেও এ নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছেন অনুরাগ ঠাকুর, পীযুষ গোয়েলরা (Piyush Goyal)। কর্ণাটকের নির্বাচনেও রাহুলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে হাতিয়ার করছে বিজেপি।

[আরও পড়ুন: ঋণের বোঝা কমেছে বাংলার, স্বীকার রিজার্ভ ব্যাংকের রিপোর্টে]

হিমন্ত আরও একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন কর্ণাটকে। তার দাবি,”কর্ণাটকে বিজেপিকে ক্ষমতায় ফেরাতে হবে। কারণ আমাদের আর বাবরি মসজিদ চায় না। আমরা রাম জন্মভূমি চায়।” রাজনৈতিক মহল মনে করছে বাবরি-রাম মন্দির ইস্যু মনে করিয়ে ফের চেনা হিন্দুত্ব ইস্যু উসকে দিতে চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী, এখন তা কতটা কাজে লাগে সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement