সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দেওয়ালের সংসার। শুধু মানুষের নয়। সেখানে সমান অধিকার রয়েছে বাড়ির চারপেয়ে সদস্যদেরও। তবে অনেকেরই ধারণা, ঘরে পোষ্য থাকলে অন্দরসজ্জার সঙ্গে আপস করতে হয়। আদতে কিন্তু বিষয়টি তেমন নয়। সঠিক পরিকল্পনা আর আধুনিক মনস্কতা থাকলে বিলাসিতা এবং 'পেট ফ্রেন্ডলি' ডিজাইন একই ছাদের তলায় সম্ভব।
অন্দরসজ্জার প্রাথমিক ধাপ হল বাড়ির মেঝে। পোষ্যদের নখের আঁচড় বা ছোটাছুটির সময় পিছলে যাওয়া আটকাতে মার্বেল বা অতি চকচকে টাইলসের বদলে ল্যামিনেটেড কাঠ বা ম্যাট ফিনিশ টাইলস ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। ল্যামিনেটেড মেঝে স্ক্র্যাচ-প্রতিরোধী এবং পরিষ্কার করাও বেশ সহজ।
সাদা বা হালকা রঙের সোফা দেখতে ভালো লাগলেও পোষ্যের লোমে অনেক সময় তা নোংরা হয়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে, মাইক্রোফাইবার বা পারফরম্যান্স ভেলভেট জাতীয় ফেব্রিক ব্যবহার করা উচিত। এতে সহজেই পোষ্যের লোম থাকলে তা চোখে পড়ে।
বাড়ির প্রতিটি সদস্যের মতো পোষ্যদেরও একান্ত পরিসরের প্রয়োজন। সিঁড়ির নিচের ফাঁকা জায়গা বা জানলার পাশে একটি ছোট্ট কুশন দিয়ে তাদের জন্য ডেরা তৈরি করা যেতে পারে। এছাড়া দেওয়ালে আটকানো 'ক্যাট শেলফ' পোষ্যের স্বাচ্ছন্দ্য বাড়িয়ে দেয় কয়েক গুণ। খাবার বা স্নানের জন্য নির্দিষ্ট ড্রয়ার বা ক্যাবিনেট থাকলে ঘর থাকে পরিপাটি।
মনে রাখবেন, ঘর শুধু সাজানোর বস্তু নয়, এটি একটি আশ্রয়ের নাম। সেখানে আপনার প্রিয় পোষ্যটি যেন স্বাধীনভাবে বিচরণ করতে পারে, এটুকুই আপনার গৃহসজ্জার মূল লক্ষ্য হওয়া উচিত।
