সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ আগস্ট। শুধু কি একটা দিন? এ তো আবেগে ভরা অনেকগুলো মুহূর্ত। এমন বিশেষ দিনে নিজের গেরস্থালি সাজিয়ে তুলুন দেশাত্মবোধের অনুভূতিতে। অন্দরমহলের এই সাজ আপনার মনকেও ভরিয়ে দেবে। রইল টিপস।
দিনের শুরুটা করতে পারেন রঙ্গোলি আঁকা দিয়ে। ঘরের সামনে ছোট্ট বা বড় একটা রঙ্গোলি এঁকে দিন। আর তাতে গেরুয়া, সাদা ও সবুজ রং ব্যবহার করুন। চাইলে ফুলও ব্যবহার করতে পারেন। ব্যস এইটুকুতেই বাড়ির রূপ পালটে যাবে।
ছবি: সংগৃহীত
এই দিনটা একটু অবসরেরও বটে। গোটা একটা দিনের ছুটি। পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতেই পারেন। চাইলে ভালো কিছু রান্না করে কাছের মানুষদের চমকে দিতে পারেন। আবার বাড়িতে রান্না করার ইচ্ছে না থাকলে রেস্তরাঁয় চলে যেতে পারেন।
গেরস্থালি সাজানোর আরেক উপায় জানলা-দরজার পর্দা বদল। একটু হালকা রঙের পর্দা ব্যবহার করবেন। প্রয়োজনে গেরুয়া, সাদা বা সবুজের মধ্যে কোনও এক রং ব্যবহার করতে পারেন। বেলুনও লাগাতে পারেন। দেখবেন বাড়িটাই কেমন যেন পালটে গিয়েছে।
[আরও পড়ুন: খাবারেও তেরঙ্গা, জমিয়ে উদযাপন করুন স্বাধীনতা দিবস]
এদিন বাড়ির ছাদে বা বারান্দায় একটি তেরঙ্গা পতাকা অবশ্যই লাগাবেন। আকাশ যদি পরিষ্কার থাকে ঘুড়ি উড়িয়েও সেলিব্রেট করতে পারেন। ঘুড়িটা যদি তেরঙ্গা হয় তাহলে তো আর কথাই নেই। সুদূর আকাশে স্বাধীনভাবে উড়ে যাবে।
ছবি: সংগৃহীত
১৫ আগস্টের দিনকে সেলিব্রেট করার আরও একটি সুন্দর উপায় আছে। বিশেষ এই দিনে নিজের ঘরের জন্য ছোট্ট একটি গাছ নিয়ে আসতে পারেন। যা আপনার বাড়িতেই রাখা যাবে। এতে গেরস্থালির সৌন্দর্যও বাড়বে।
এবারে আবার ১৫ আগস্ট পড়েছে বৃহস্পতিবার। সুতরাং শুক্রবার দিনটা যদি কোনওভাবে ছুটি ম্যানেজ করে নিতে পারেন তাহলেই 'লং উইকএন্ড'-এর মজা। ধারেকাছে কোথাও বেড়াতে বেরিয়েও পড়তে পারেন। তবে বাড়ি যদি থাকার সিদ্ধান্ত নেন তাহলে অন্দরমহলে একটু আলাদা ফিল আনতেই পারেন।
[আরও পড়ুন: ‘সোয়্যাগ’ দেখিয়ে অলিম্পিকে পদক, এবার সোশাল মিডিয়ায় ইউসুফ, শুরুতেই ‘চ্যালেঞ্জ’ মাস্ককে]