সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলমারির দরজা খুললেই যাচ্ছে তাই কাণ্ড। হুড়মুড়িয়ে নেমে আসছে পোশাক, ব্যাগ-সহ নানা জিনিসপত্র। অথচ কোথাও যাওয়ার সময় মনমতো পোশাক হাতের কাছে পাওয়াই যেন দায়। মনে মনে ভাবছেন এবার কিছু পোশাক বাতিল করে আলমারি ফাঁকা করবেন। অথচ ঝাড়াই বাছাইয়ের সময় মনে হচ্ছে আর ফেলব, থাক না হয় রেখেই দিই। এই সমস্যায় ভোগেন বেশিরভাগ মহিলা। আপনিও কি একই সমস্যায় ভোগেন? তবে আপনার জন্য রইল 'মোহ' ত্যাগ করে পোশাক ফেলে আলমারি ফাঁকা করার টিপস।
সমীক্ষা বলছে, আলমারিতে থাকা মাত্র ২০-৩০ শতাংশ পোশাক পরেন অধিকাংশ মহিলা। আর বাকি এখানে গেলে পরব, সেখানে গেলে পরব করে রেখে দেন অনেকে। আবার কেউ কেউ কিছু পোশাক রেখে দেন যেগুলি ভাবেন চেহারার বদল হলে পরবেন। এই চিন্তাভাবনা প্রথমে বদলান। কোন পোশাকগুলি আপনি ব্যবহার করতে পারবেন, তা দেখে নিন।
* প্রথমে গোটা আলমারি থেকে পোশাক বের করে নিন।
* এবার মন শক্ত করে বেছে নিন। দেখুন কোনটা পরেন আর কোনটা পরেন না।
* যেগুলি পরেন না সেগুলি একটি ব্যাগে ঢুকিয়ে রাখুন। কাউকে দিতে পারলে দিন। পুরনো পোশাক চাইলে বিক্রি করতে পারেন। অনলাইনে নজর রাখলে সে সংক্রান্ত খোঁজ পাওয়া সম্ভব। আর না হলে ফেলে দিন। তবে আলমারিতে আর ঢোকাবেন না।
* প্রথম শাড়ি, বিয়ের শাড়ি, প্রিয়জনের উপহার ভেবে আবেগের বশে আমরা অনেক পোশাক পরতে না পারলেও রেখে দিই। সেসব আপনার মন চাইলে রাখতেই হবে। তবে তা ভালো করে গুছিয়ে রাখুন।
* অফিস, পার্টিতে পরে যাওয়ার পোশাক আলাদা আলাদা করে ভাঁজ করে রাখুন। তাতে সহজে জিনিসপত্র খুঁজে পাওয়া যাবে। নইলে তাড়াহুড়ো করে খুঁজতে গিয়ে আলমারি ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে।
* বর্তমানে অনলাইন এবং অফলাইন পোশাক অর্গানাইজার পাওয়া যায়, সেগুলি চাইলে কিনতে পারেন। তাতে পোশাক ভালো করে ভাঁজ করে রেখে দিতে পারবেন। অন্য পোশাক নেওয়ার সময় পাশেরটি তাতে ঘেঁটে যাওয়ার সম্ভাবনা কম।
* পোশাক কেনার আগে ভেবে নিন আপনার বাড়িতে সেগুলি রাখার জায়গা আছে তো? তবেই কেনাকাটি করুন। প্রয়োজন ছাড়া অতিরিক্ত কেনাকাটি করবেন না।
