shono
Advertisement
Mirror

বাস্তু না মেনে বাড়িতে এভাবে রেখেছেন আয়না, লাগিয়ে রাখেন টিপও? ডেকে আনছেন সর্বনাশ!

আয়না বাড়িতে রাখার ক্ষেত্রে এই ভুলগুলি করছেন কিনা, তা ভেবে দেখুন।
Published By: Sayani SenPosted: 08:01 PM Jan 27, 2026Updated: 09:53 PM Jan 27, 2026

বলো তো আরশি তুমি মুখটি দেখে..., বিখ্যাত সেই গানের কলি নিশ্চয়ই মনে রয়েছে। কোথাও যাওয়ার আগে সাজগোজ করে আয়নার সামনে দাঁড়িয়ে এমন প্রশ্ন গুনগুনিয়ে নির্ঘাত অনেকেই করেছেন। কিংবা বাড়ির সৌন্দর্যবৃদ্ধিও আয়নার জুড়ি মেলা ভার। তবে বাস্তুশাস্ত্র মতে, শুধু গৃহসজ্জা নয় আয়না কিন্তু বাড়ি সুখসমৃদ্ধিরও প্রতীক। তাই আয়না বাড়িতে রাখার ক্ষেত্রে এই ভুলগুলি করছেন কিনা, তা ভেবে দেখুন।

Advertisement

  • বাড়ির প্রবেশদ্বারের দিকে মুখ করে আয়না রাখছেন? বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতেই নাকি হতে পারে ঘোর সর্বনাশ। বাড়িতে নেতিবাচকতা বাসা বাঁধতে পারে বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
  • শোওয়ার ঘরের বিছানার উলটো দিকে ভুলেও আয়না রাখবেন না। বিছানায় শুয়ে আয়না দিয়ে নিজেদের দেখবেন না। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতে দাম্পত্য সম্পর্কে আঘাত লাগতে পারে। সুখী দাম্পত্যে দেখা দিতে পারে ফাটল।

  • অনেকে বাড়িতে ভাঙা আয়না রেখে দেন। আবার তা দিয়ে মুখও দেখেন। ভুলেও এই কাজ করবেন না। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতে আপনার ঘোর অমঙ্গল হতে পারে। কেরিয়ারে কুপ্রভাব পড়তে পারে।
  • বাস্তুশাস্ত্রবিদদের মতে, বাথরুম কিংবা ডাস্টবিনের বিপরীতে আয়না রাখবেন না। তাতে নেতিবাচক শক্তি পড়তে পারে আপনার সংসারে। নিমেষে হতে পারেন নিঃস্ব।

  • আয়নায় কপাল থেকে খোলা টিপ লাগিয়ে রাখার অভ্য়াস রয়েছে বহু মহিলার। আপনিও কি তাই করেন? বাস্তুশাস্ত্রবিদদের মতে, এই কাজ করলেও ঘোর অমঙ্গল হতে পারে। তাই আজ থেকে এই কাজ নৈব নৈব চ!

বাড়িতে আয়না রাখার ক্ষেত্রে এই নিয়মগুলি মানতেই হবে:

  • বাস্তুশাস্ত্র মতে, আয়না সবসময় পরিষ্কার রাখুন। তাতে বাড়বে সম্পদ। আয় বৃদ্ধিও হবে দ্রুত।
  • আয়না বাড়ির উত্তর কিংবা পূর্ব দেওয়ালে রাখুন।
  • ভুল করে বাড়ির দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম দিকে রাখবেন না।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement