shono
Advertisement

Breaking News

Stain In Plastic Container

মাইক্রোওয়েভের বাটিতে হলুদ ছোপ তুলতে নাজেহাল? ঘরোয়া পদ্ধতিতেই করুন পরিষ্কার

গৃহিণীদের জন্য রইল টিপস।
Published By: Sayani SenPosted: 08:27 PM Jan 29, 2026Updated: 08:27 PM Jan 29, 2026

প্রতি গৃহস্থ বাড়িতেই এখন মাইক্রোওয়েভ থাকে। বৈদ্যুতিন যন্ত্রে ব্যবহারের বাসনপত্র সব আলাদা। মাইক্রোওয়েভে ব্যবহারযোগ্য প্লাস্টিকের বাটির দু'দিনেই যাচ্ছেতাই দশা! হলুদ দাগছোপ লেগে একাকার। যেন মনে হয় কতদিন বোধহয় ভালো করে ধোয়া হয়নি। ওই দাগছোপ তোলা শুধু সাবানের কাজ নয়। কোনও রাসায়নিক ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে - তাও নয়। বরং কয়েকটি ঘরোয়া কৌশলেই হতে পারে কেল্লাফতে। গৃহিণীদের জন্য রইল টিপস।

Advertisement

  • বেকিং সোডা ও গরম জলের মিশ্রণে সমস্যা সমাধান হতে পারে। মাইক্রোওয়েভের প্লাস্টিকের বাটিতে কিছুক্ষণ ১৫-৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। তাতেই উঠবে দাগ।

  • লেবুর রসও এই দাগছোপ তুলতে পারে সহজে। লেবুর রস কিছুক্ষণ ওই হলুদ দাগছোপে লাগিয়ে রাখুন। তারপর ওই বাটিটি রোদে রেখে দিন। কিছুক্ষণেই দেখবেন দাগ গায়েব।

  • মাইক্রোওয়েভের বাটিতে দাগছোপ তুলতে ভিনিগারও ব্যবহার করতে পারেন। ৩০ মিনিট ওই বাটিতে ভিনিগার দিয়ে রাখুন। সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দাগ উঠতে বাধ্য।

  • রাতভর বাসন মাজার সাবান ওই মাইক্রোওয়েভের বাটির হলুদ দাগে লাগিয়ে রাখুন। পরদিন সকালে দেখবেন দাগ উঠে গিয়েছে।

  • হ্য়ান্ড স্যানিটাইজার দিয়ে এই দাগছোপ তুলতে পারেন।

মাইক্রোওয়েভের প্লাস্টিকের বাটি ব্যবহারের আগে এগুলি মাথায় রাখতেই হবে: 

  • দাগছোপ না হলে তোলার ঝঞ্ঝাটও নেই। তাই মাইক্রোওয়েভের বাটিতে ওয়াক্স পেপার দিয়ে খাবার রাখুন।
  • খাবার রাখার আগে বাটিতে দু'ফোঁটা তেল দিয়ে দিন। তাতে দাগছোপ ধরবে না।

 

  • বেশি তেলমশলাযুক্ত খাবার কাচের বাটিতে রাখুন। তাতে প্লাস্টিকের বাটি নষ্ট হওয়ার সম্ভাবনাই নেই।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement