সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা বৈশাখে নিজেকে সাজানোর জন্য তো পোশাক কিনে ফেলেছেন। কিন্তু নিজের বাড়িকে সাজাবেন তো? ভাবছেন, কীভাবে বাড়ির সাজে নতুনত্ব আনবেন? নো চিন্তা, পয়লা বৈশাখের ঘরের সাজসজ্জার রইল টিপস।
১) বসার ঘর সাজান মাটির শো পিস দিয়ে। সারা বছর তো নানান পেন্টিং, নানারকমের শোপিস দিয়ে ঘর সাজিয়ে থাকেন। নববর্ষের সময় ঘরে আনুন নতুন ছোঁয়া। ঘর সাজাতে ব্যবহার করুন মাটির ফুলদানি, মাটির ঝাড় এবং মাটির বিভিন্ন শো পিস।
২) বাঁশ ও বেতের তৈরি চেয়ার বা মোরা রাখুন ঘরে। তেমনই কিংবা বাঁশের তৈরি প্লেট, চামচের সেট কিনতে পারেন। খেয়াল রাখবেন আপনার বাড়ির সাজে যেন থাকে বাঙালিয়ানার ছোঁয়া।
৩) ডাইনিং টেবিলে ওপর এমন জিনিস রাখলে ঘর দেখাবে সুন্দর। এরই ঘরে ঘরে রাখুন গাছ। বর্তমানে অনেকেই গাছ দিয়ে অনেকে ঘর সাজান। এতে ঘর থাকবে ঠান্ডা তেমনই ঘর দেখাবে সুন্দর।
[আরও পড়ুন: ‘রামায়ণ’-এর শুটিংয়ের জন্য নয়া লুকে রণবীর! ‘এই তো ভগবান রাম’, মন্তব্য ভক্তদের]
৪) শোওয়ার ঘরে জানলায় লাগান হালকা রঙের পর্দা। আর বিছানা এমন চাদর পাতুন যাতে বাউলের ডিজাইন, ফুলের নকশা, আলপনা ডিজাইনে মতো নকশা থাকবে। হালকা রঙের চাদর পাতা ভালো। এতে গরমে ঘর থাকবে ঠান্ডা সঙ্গে আসবে বাঙালি ছোঁয়া। ইচ্ছে করলে, জানালার আকর্ষণ বাড়াতে ঝুলিয়ে দিতে পারেন লাল ও সাদা রঙের শাড়িও। দেখবেন ঘরের লুক বদলে যাবে।
৫) কুশন কভার, টেবিল ক্লথে রঙের ছোঁয়া আনুন। তেমনই শোওয়ার ঘর সাজাতেও ব্যবহার করতে পারেন গাছের। কিংবা ঘরের জানলায় গাছ রাখুন।
৬) বকুল, রজনীগন্ধা, দোলন চাপা কিংবা বেলফুলের মালা দিয়ে যেমন ঘর সাজাতে পারেন তেমনই রাখতে পারেন গোলাপ বা সূর্যমুখী ফুল।