shono
Advertisement

Breaking News

জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান

জেনে নিন কীভাবে দূরে থাকবেন জীবাণু থেকে? The post জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Oct 15, 2018Updated: 06:47 PM Oct 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে অক্টোবর মাস৷ আর কয়েকদিন পরেই বঙ্গে আসবে শীত৷ আমাদের ধারণা, আবহাওয়া পরিবর্তনের জন্য ঘরে ঘরেই লেগে রয়েছে সর্দি কাশির ধুম৷ চিকিৎসকদের মতে, শুধু আবহাওয়া পরিবর্তনই নয়৷ আপনার নিত্যদিনের নানা অভ্যাসও হতে পারে শারীরিক অসুস্থতার কারণ৷ তাই আজও বদলান আপনার অভ্যাস৷

Advertisement

সাধারণত জীবাণু থেকে সর্দি, কাশিতে আক্রান্ত হই আমরা৷ একজনের শরীরে ঢোকা জীবাণু খুব সহজেই ছড়িয়ে পড়ে আপনার পাশের ব্যক্তির শরীরে৷ কিন্তু সহজ একটি অভ্যাসই আপনাকে জীবাণুর হাত থেকে বাঁচাতে পারে৷ তাই খাওয়াদাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন৷ এমনকী হাঁচি-কাশির পরও অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন৷

[চিকিৎসকের পরামর্শ মেনে এভাবেই কাটান শিশুর স্মার্টফোন আসক্তি]

রোগ প্রতিরোধ করার ক্ষমতা না থাকলেও, বারবার সর্দি-কাশি এমনকী, জ্বরের মতো সমস্যাতেও ভুগতে পারেন আপনি৷ চিকিৎসকদের মতে, ডায়েট মেনে খাওয়াদাওয়া এবং যোগাভ্যাস করলে এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন আপনি৷

কম জল পান করার অভ্যাস থাকলে, তা এখনি বদলান৷ জানেন কী, নইলে বড়সড় শারীরিক সমস্যা দেখা দিতে পারে আপনার৷ জল কম পানের ফলে শুধু যে পেট কিংবা হজমের সমস্যা হয়, তা নয়৷ কমে যেতে পারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও৷

রোগের কবল থেকে মুক্তি পেতে দাঁত দিয়ে নখ কাটা এমনকী মুখে হাত দেওয়ার অভ্যাস থাকলে তা বদলে ফেলুন৷ জানেন কী, এই অভ্যাসের জন্য প্রতিদিন হাজার হাজার জীবাণু আপনার শরীরে প্রবেশ করতে পারে৷

[সাবধান! ঘুমের মধ্যে চিন্তা ডেকে আনতে পারে মারাত্মক সমস্যা]

চিকিৎসকদের মতে, সাধারণত জীবাণুজনিত কারণে সর্দি-কাশি হলে, তা সারতে সময় লাগে চার-পাঁচদিন৷ কিন্তু সর্দি, কাশি কিংবা জ্বর দীর্ঘমেয়াদী হলে তা চিন্তার কারণ৷ তাই এখনই চিকিৎসকের কাছে যান৷ অ্যালার্জি থেকেও এই সমস্যা হতে পারে আপনার৷

The post জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement