স্টাফ রিপোর্টার: কলকাতা বিমানবন্দরে (Dumdum Airport) ১৬ কেজি হেরোইন-সহ গ্রেপ্তার তিন বিদেশি যাত্রী। ঘটনাটি ঘটেছে গত বুধবার। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দুবাই (Dubai) থেকে আসা একটি বিমানে কলকাতায় নামে ধৃতরা। সেই সময় তাদের চারটি ট্রলি ব্যাগ থেকে ১৪ প্যাকেট হেরোইন উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। যার বাজার মূল্য প্রায় ১১৩ কোটি টাকা। গোয়েন্দাদের দাবি, এটি কলকাতায় সবচেয়ে বেশি অঙ্কের মাদক উদ্ধার। ওই তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার চারটি ট্রলি-সহ বিমানবন্দরে নামেন এই তিন যাত্রী। সঙ্গে সঙ্গে তাঁদের গ্রেপ্তার করে DRI বা রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। ধৃতদের মধ্য দু’জন মহিলা এবং একজন পুরুষ। একজন মহিলা এবং একজন পুরুষ কেনিয়ার নাগরিক। অপর মহিলা মালয়েশিয়ার বাসিন্দা। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পাচারচক্রের নেপথ্যে কারা জানার চেষ্টা করছে DRI।
[আরও পড়ুন: ‘পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত’, প্রতিবাদে গর্জে উঠলেন কুণাল ঘোষ]
প্রাথমিক সূত্রের খবর, ধৃতদের মধ্যে দু’জন ভারতে আসে মেডিক্যাল ভিসায়। একজন আসে বিজনেস ভিসায়। তাদের চারটি ট্রলিতে মোট ১৪ প্যাকেট হেরোইন লুকনো ছিল। কিন্তু শেষপর্যন্ত তারা রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের নজর এড়াতে পারেনি। সন্দেহভাজন ওই তিন নাগরিকের ট্রলিতে তল্লাসি চালাতেই চোখ কপালে ওঠে গোয়েন্দাদের।
[আরও পড়ুন: ১৫ দিনের মাথায় ফের, কলকাতার ময়দান এলাকায় গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার]
প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে হেরোইন পাচার করা হচ্ছিল বলে তদন্তকারীদের অনুমান। দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতা এসেছিল ওই বিপুল পরিমাণ হেরোইন (Heroin)। যার আনুমানিক দাম ১৩৩ কোটি টাকা। এরপর কলকাতা থেকে ওই হেরোইন দিল্লি পাচারের ছক ছিল পাচারকারীদের। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ হেরোইন নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে কলকাতায় এল কী করে? পুরো চক্র সম্পর্কে বিস্তারিত জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।