নন্দন দত্ত, সিউড়ি: খাবারে টিকটিকি পড়ার আতঙ্কে অসুস্থ ছাত্রাবাসের শতাধিক পড়ুয়া! বুধবার তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজে (Rampurhat Medical College) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানান, “প্রাথমিকভাবে ডাইরিয়া ধরেই আমরা চিকিৎসা করছি। তবে গণ হিস্টিরিয়ায় আক্রান্ত হতে পারে ছাত্ররা। তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”
বীরভূম (Birbhum) লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় জেলার পাকড়িয়া থানায় ঘটনাটি ঘটে বুধবার দুপুরে। পাকুড়িয়া গ্রামের বেসরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে ১৮০ জন নাবালক শিশু থাকে। সন্ধ্যায় স্কুলের বাসন মাজতে গিয়ে কর্মীরা দেখেন সবজির হাড়িতে টিকটিকি পড়ে আছে। সেই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়ায় হস্টেলজুড়ে।
[আরও পড়ুন: সংসারে মঙ্গলের নামে ‘প্রতারণা’, হাজার হাজার টাকা আত্মসাৎ ভণ্ড সাধুর]
একে একে ছাত্ররা অসুস্থ হতে থাকে। সকলেরই পেট ব্যাথা ও বমির উপসর্গ দেখা দেয়। প্রাথমিক স্কুলের শিক্ষক স্টিফেন মুর্মু জানান, আমরা প্রথমে বুঝতে পারিনি। ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়ায় যে সবজিতে টিকটিকি পড়ায় তাতে বিষক্রিয়া হয়েছে। তার জেরেই এই বিপত্তি। আমরা তড়িঘড়ি গাড়ির ব্যবস্থা করে প্রায় ১০০ শিশুকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে আসি।
[আরও পড়ুন: কিছুতেই কাটছে না ঝালদা জট, সাধারণ সভার বৈঠক ডাকতে পুরপ্রধানকে চিঠি ৭ কাউন্সিলরের]
মেডিক্যাল কলেজের এমএসভিপি পলাশ দাস বলেন, বমি-পায়খানার উপসর্গ দেখে তাদের শিশুদের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রায় ২০ জন ভর্তি হয়েছে। তাদের হয়তো পেটে কিছু বিষক্রিয়া হয়েছে। বাকিরা অধিকাংশই সুস্থ।