shono
Advertisement

দেশে প্রথমবার, মাত্র ১৬ বছর বয়সে স্নাতকোত্তর পাশ করে নজির পড়ুয়ার

শুধু পড়াশোনায় নয়, দারুণ টেনিসও খেলতে পারে হায়দরাবাদের এই পড়ুয়া।
Posted: 01:51 PM Dec 10, 2022Updated: 01:51 PM Dec 10, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি পেয়ে চমক দিল হায়দরাবাদের পড়ুয়া অগস্ত্যা জয়েসওয়াল। অগস্ত্য়াই ভারতের প্রথম পড়ুয়া যে এত অল্প বয়সে স্নাতকোত্তর ডিগ্রি পেল। তবে চমকের এখানেই শেষ নয়, ১৪ বছর বয়সে স্নাতক হয়েও নজর কেড়েছিলেন অগস্ত্য়া। তারপর ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে সমাজবিদ্য়া নিয়ে স্নাতকোত্তরে ভরতি হয় অগস্ত্যা। প্রথম বছরের পরীক্ষাতেই চমক দেন ১৬ বছরের এই পড়ুয়া।

Advertisement

সংবাদমাধ্যমকে অগস্ত্যা জানিয়েছেন, ”আমার অভিভাবকই আমার শিক্ষক। আমার বাবা অশ্বিনী কুমার জয়েসওয়াল ও মা ভাগ্যলক্ষ্মী জয়েসওয়াল তাঁরাই আমায় জীবনে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছেন। তাঁদের ছাড়া আমি কোনও কিছুই ভাবতে পারি না।”

[আরও পড়ুন: ঠিক যেন শ্রীকৃষ্ণ! গরুর বাঁটে মুখ দিয়ে দুধপান! পূর্ব বর্ধমানের শিশুর কাণ্ডে শোরগোল ]

অগস্ত্য়ার পরিবারের লোকজন জানিয়েছেন, ছোটবেলা থেকেই পড়াশুনোয় ভাল অগস্ত্যা। একদম ছোট বয়সে এক মিনিটের মধ্যে A থেকে Z বলতে পারত। ওর এই প্রতিভার জন্য সবার কাছে খুবই জনপ্রিয় অগস্ত্যা। তবে শুধু পড়াশোনায় নয়, অগস্ত্যা দুহাতেই সমানতালে লিখতে পারে। ভাল টেনিসও খেলে। অগস্ত্যার ভাই আন্তর্জাতিকস্তরে টেবিল টেনিস খেলোয়াড়। অগস্ত্যার এই সাফল্যে খুশি তাঁর পরিবারও।

[আরও পড়ুন: অতিরিক্ত ঝাল খেয়ে বিষম বিপত্তি, কাশির চোটে পাঁজরের একাধিক হাড় ভাঙল তরুণীর! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার