shono
Advertisement

‘অস্ট্রেলিয়ায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, কৃতিত্ব নিল অন্য কেউ’, ঘুরিয়ে শাস্ত্রীকে তোপ রাহানের

অশ্বিনের পর বোমা ফাটালেন রাহানে।
Posted: 02:45 PM Feb 11, 2022Updated: 03:49 PM Feb 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিচন্দ্রন অশ্বিনের পর এবার অজিঙ্ক রাহানে। ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী জমানাকে ফের কাঠগড়ায় তুলে দিলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। রাহানে ঘুরিয়ে বলে দিলেন যে, অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে অধিনায়ক ছিলেন তিনি, যাবতীয় সিদ্ধান্ত নিয়েছেন তিনি, আর কৃতিত্ব নিয়ে চলে গিয়েছেন আর একজন!

Advertisement

তা সেই ‘একজন’ কে, নির্দিষ্ট করে বলেননি রাহানে। শাস্ত্রীর (Ravi Shastri) নাম উচ্চারণ করেননি। কিন্তু রাহানে বর্ণিত ‘একজন’ যে শাস্ত্রী বুঝতে খুব অসুবিধে হয় না। কারণ, ২০২০-’২১-এর সেই সিরিজে অ্যাডিলেডে ছত্রিশ অলআউটের বিপর্যয়ের পর তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে এসেছিলেন। অস্ট্রেলিয়ায় পড়েছিল ভাঙাচোরা, হতাশবিদ্ধ এক টিম, অধিনায়ক রাহানে এবং রবি শাস্ত্রী নেতৃত্বাধীন সাপোর্ট স্টাফ টিম। কিন্তু সেই অবস্থা থেকেই ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ টেস্ট জয়ের গৌরবগাথা লেখা হয়। যখন ভাঙাচোরা টিম নিয়ে, ৩৬ অলআউটের মহালজ্জা সামলে শেষ পর্যন্ত ২-১ টেস্ট সিরিজ জিতে নেয় ভারত (Team India)। অস্ট্রেলিয়াকে তাদের মাঠেই গুঁড়িয়ে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে, সেই ঐতিহাসিক জয়ের কৃতিত্ব অধিনায়ক হিসেবে রাহানের (Ajinkya Rahane) যতটা পাওয়া উচিত ছিল, সেটা পাননি তিনি। লোকে ঐতিহাসিক সিরিজ জয়কে মনে রেখেছে। সেই সিরিজ জয়ের পর রবি শাস্ত্রীর গরম-গরম কথাবার্তাকে মনে রেখেছে। কিন্তু সেই জয়ের সারথিকে ভুলে গিয়েছে। যা মানতে পারেননি রাহানে। নইলে আর বলবেন কেন যে, সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর কৃতিত্ব নিয়ে গিয়েছে অন্য লোকে?

[আরও পড়ুন: হিজাব বিতর্কে ঢুকে পড়লেন পোগবাও, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার শেয়ার করা ভিডিও ঘিরে জোর চর্চা]

“আমি জানি, সেই সিরিজে আমি অধিনায়ক হিসেবে কী করেছিলাম। আমার সেটা লোককে গিয়ে-গিয়ে বলার দরকার নেই। নিজে সব কৃতিত্ব নেওয়ার লোক আমি নই। তবে হ্যাঁ, ওই সিরিজে মাঠে ও ড্রেসিংরুমে কিছু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম। কিন্তু পরে দেখেছি, সে সবের কৃতিত্ব অন্য লোকে নিয়ে চলে গিয়েছে,” ‘ব্যাকস্টেজ উইথ বোরিয়া’ অনুষ্ঠানে বলে দেন রাহানে। “আমার কাছে গুরুত্বপূর্ণ হল, ওই সিরিজটা আমরা জিতেছিলাম। ঐতিহাসিক সিরিজ জয় ছিল সেটা। আমার কাছেও স্পেশ্যাল ব্যাপার ছিল,” সঙ্গে যোগ করেছেন মুম্বইকর।

বেশ কিছুদিন আগে ভারতীয় ক্রিকেটে শাস্ত্রী জমানা শেষের পর রবিচন্দ্রন অশ্বিন বলেছিলেন যে, পূর্বতন জমানায় তাঁর এক এক সময় মনে হত, কেউ বুঝি তাঁকে বাস চাপা দিয়েছে! যা নিয়ে তীব্র বিতর্ক বেঁধে যায়। শাস্ত্রী পরে পালটাও দেন অশ্বিনকে। রাহানে সাক্ষাৎকারে শাস্ত্রীর নাম নেননি। কিন্তু নিশানা যে তিনিই– সেটা দিনের আলোর মতো পরিষ্কার। অস্ট্রেলিয়ায় সেই ঐতিহাসিক জয়ের মুখই যেন হয়ে গিয়েছিলেন শাস্ত্রী। রোজ খবরের কাগজের পাতায় তিনিই শিরোনাম হতেন। গরম-গরম কথাবার্তা বলতেন। হাসপাতাল ওয়ার্ড থেকে টিমকে টেনে তুলে ইতিহাসের কারিগর যেন শাস্ত্রীই ছিলেন, এরকম একটা লেখচিত্র জনমানসে আঁকার চেষ্টা চলেছে। “সেই জয়ের পর দেখলাম, কেউ কেউ বলতে শুরু করল, আমি অমুক করেছি, তমুক সিদ্ধান্ত নিয়েছি। আমি কী বলব? যে বলেছে, বলেছে। আমি তো জানি, নিজে সেই সময় কী সিদ্ধান্ত নিয়েছি। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতাম। কিন্তু নিজেকে নিয়ে বলা, বা নিজের পিঠ চাপড়ানোর স্বভাব আমার নেই। কিন্তু আবারও বলছি, আমি জানি আমি কী করেছি,” বলে দিয়েছেন রাহানে।

[আরও পড়ুন: ‘রাজনীতির শিকার ঋদ্ধিমান’, জাতীয় দল থেকে অপসারণ বিতর্কে বিস্ফোরক প্রাক্তন উইকেটকিপার]

মিস্টার রবি শাস্ত্রী, আপনি আবারও কিছু বলবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement