shono
Advertisement

Breaking News

‘২১ বছরের চেষ্টায় মালাইকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি’

কেন একথা বললেন আরবাজ? The post ‘২১ বছরের চেষ্টায় মালাইকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি’ appeared first on Sangbad Pratidin.
Posted: 04:34 PM Oct 29, 2018Updated: 04:34 PM Oct 29, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা-আরবাজের বিবাহ বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই৷ তারই মাঝে আবারও নতুন করে বিয়ের খবর শোনা যাচ্ছে মালাইকার৷ আইনি পথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, কিন্তু মনের টান আজও আছে আরবাজের৷ নিজে মুখেই সেকথা স্বীকার করলেন তিনি৷ ভাল থাক মালাইকা, এক সাক্ষাৎকারে শুভ কামনা আরবাজের৷ আরবাজ খানের আগামী ছবি ‘জ্যাক অ্যান্ড দিল’-এর প্রচার অনুষ্ঠানে এসে মালাইকার বিয়ের গুঞ্জনের প্রসঙ্গে মুখ খোলেন৷ বললেন, ‘‘সুসম্পর্ক বলতে ঠিক কী বোঝায় তা আমার জানা নেই। আমি ২১ বছর ধরে মালাইকার সঙ্গে সেই সম্পর্ক তৈরির চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। দুধরনের মানুষ হয়৷ কিছু মানুষ সব কিছু পেয়েও আরও পেতে চায়। কিছু মানুষ যা পেয়েছে তাই নিয়েই সুখে থাকে। একটা সুস্থ সম্পর্ক তৈরির নেপথ্যে অনেক পরিশ্রম, কষ্ট এবং অধ্যাবসায়৷’’

Advertisement

[আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর-আলিয়া!]

১৯৯৮ সালে বিয়ে হয় মালাইকা-আরবাজের৷ ১৮ বছরের দাম্পত্য জীবনের শেষে, গত বছর বিবাহ বিচ্ছেদ হয় দুজনের৷ সেই সময় বি-টাউনের অলিতে গলিতে কান পাতলেই শোনা গিয়েছিল অর্জুন কাপুরের জন্যই নাকি সম্পর্ক ভেঙেছিল আরবাজ-মালাইকার। অর্জুন প্রথমে সম্পর্ক রাখতেন সলমনের ছোট বোন অর্পিতা খানের সঙ্গে। সেই প্রেম চলাকালীন আবার অর্জুনের মন ঠিকানা বদলায়৷ মালাইকার সঙ্গে শুরু হয় হাবুডুবু খাওয়া প্রেম৷ এই ঘটনায় খান পরিবারেও বেশ অশান্তি শুরু হয়৷ সেই সময় বাবা বনি কাপুরের পরামর্শে কিছুদিন মালাইকার সঙ্গে দূরত্ব বজায় রাখেন অর্জুন৷

[আগামী বছর চারহাত এক হবে মালাইকা-অর্জুনের!]

ইদানীং তাঁদের প্রেম জমে কুলপি৷ সম্প্রতি একসঙ্গেই ইটালি বেড়াতে গিয়েছিলেন অর্জুন-মালাইকার। উপলক্ষ্য, মালাইকার জন্মদিন। কানাঘুষো শোনা গিয়েছে এমনটাই। এমনকী অর্জুনের হাত ধরে মিলান বিমানবন্দরে হাঁটতেও দেখা গিয়েছে মালাইকাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে সেই ছবি। এছাড়াও সম্প্রতি এক রিয়ালিটি শোয়ের শ্যুটিং ফ্লোরের কিছু ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করণ জোহর। আর সেখানে করণ মালাইকাকে জিজ্ঞাসাও করেন কার সঙ্গে জন্মদিন পালন করতে ইটালি গিয়েছিলেন মালাইকা। জবাব মেলেনি। মিষ্টি হেসে প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আরবাজ খানের প্রাক্তন স্ত্রী। অর্জুনের ছবি ‘নমস্তে ইংল্যান্ড’-এর প্রোমোশনের সময়েও একই মঞ্চে নাচ করতে দেখা গিয়েছিল দু’জনকে। বি-টাউনে নয়া গুঞ্জন আগামী বছরই নাকি বিয়ে করতে চলেছেন এই তারকা৷ 

The post ‘২১ বছরের চেষ্টায় মালাইকার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে পারিনি’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement