shono
Advertisement

Breaking News

মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা

রেলিংয়ে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি। The post মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:04 PM Aug 21, 2018Updated: 04:17 PM Aug 21, 2018

অর্ণব আইচ: ফের দুর্ঘটনা পার্ক সার্কাসের মা ফ্লাইওভারে। এবার দুর্ঘটনার কবলে পড়লেন খোদ নবান্নের এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক। মঙ্গলবার সকালে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মেরে উলটে যায় তাঁর গাড়িটি। দুর্ঘটনায় ওই প্রশাসনিক আধিকারিক ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। তবে আঘাত তেমন গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর আইএএস পদমর্যাদার ওই অফিসারকে নবান্নে পৌঁছে দেয় পুলিশ।

Advertisement

[ অনলাইনে ‘লোভনীয়’ চাকরির টোপ, আধুনিক ধাঁচে প্রতারণা চক্র ফাঁস]

জনসংখ্যা বাড়ছে কলকাতার। পাল্লা দিয়ে বাড়ছে গাড়িও। বাস-ট্রাম কিংবা অটো তো আছেই, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কম নয়। কিন্তু, শহরে পর্যাপ্ত রাস্তা তৈরি করার মতো জায়গা কই! ফলে কলকাতার রাস্তায় নিত্য যানজট লেগেই থাকে। সমস্যা সমাধানে ভরসা ফ্লাইওভার। পালাবদলের পর, পার্ক সার্কাস থেকে পরমা আইল্যান্ড পর্যন্ত একটি ফ্লাইওভার তৈরি করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্লাইওভারটির নাম রেখেছেন ‘মা ফ্লাইওভার’। কিন্তু, ঘটনা হল, চালু হওয়ার পর মা ফ্লাইওভারে একের এক দুর্ঘটনা ঘটেই চলেছে। দুর্ঘটনা ঠেকাতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যান চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে। কিন্তু, তাতেও বিশেষ লাভ হচ্ছে না। মঙ্গলবার সকালে নবান্নে আসার পথে মা ফ্লাইওভারে দুর্ঘটনা কবলে পড়লেন এক শীর্ষ প্রশাসনিক আধিকারিক।

ঘড়িতে তখন সকাল সাড়ে দশটা। নিজের গাড়িতে চেপে নবান্নে যাচ্ছিলেন আইএএস পদমর্যাদার ওই অফিসার। পরমা আইল্যান্ডের দিক থেকে ফ্লাইওভারে ওঠেছিলেন তিনি। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারে রেলিংয়ে ধাক্কায় মেরে উলটে যায় গাড়িটি। দুর্ঘটনায় ওই প্রশাসনিক আধিকারিক ও তাঁর গাড়ির চালক আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে আঘাত তেমন গুরুতর ছিল না। প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই ছেড়ে দেওয়া হয়। ওই প্রশাসনিক আধিকারিককে নবান্নে পৌঁছে দিয়েছে পুলিশ।

কিন্তু, কীভাবে ঘটল দুর্ঘটনা? আইএএস পদমর্যাদার ওই অফিসারের দাবি, মা ফ্লাইওভারে ওঠার পর, ইচ্ছা করে বারবার তাঁর পথ আটকাছিল অন্য একটি গাড়ি। হর্ন দিয়ে লাভ হয়নি। উলটে ওই গাড়িটি তাঁর গাড়ির দিকে সরে আসছিল। শেষপর্যন্ত, আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা মেরে উলটে যায় প্রশাসনিক আধিকারিকের গাড়িটি। এদিকে এই দুর্ঘটনার কারণে মঙ্গলবার সকালে ভরা অফিস টাইমে প্রায় মিনিট দশেক যান চলাচল বন্ধ ছিল মা ফ্লাইওভারে।      

[ মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘরে ফিরলেন কেরলের বন্যায় আটকে পড়া ২ হাজার বঙ্গবাসী]

The post মা ফ্লাইওভারে এবার দুর্ঘটনার কবলে খোদ নবান্নের শীর্ষ প্রশাসনিক কর্তা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement