shono
Advertisement

Breaking News

পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেয় মুম্বই হামলার মূলচক্রী৷ The post পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:39 PM Jan 14, 2017Updated: 11:10 AM Jan 14, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতকে শেষ করে দিচ্ছে মুজাহিদিন৷ ভারত কোনওভাবেই মুজাহিদিনের এই লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না৷ শুক্রবার কাশ্মীরের ফইসলাবাদে এক সভায় এসে এমনই বিস্ফোরক মন্তব্য করে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও হুমকি দেয় মুম্বই হামলার মূলচক্রী৷

Advertisement

(মরশুমের শীতলতম দিন, মকর সংক্রান্তিতে কাঁপছে কলকাতা)

হাফিজের দাবি, কাশ্মীরে ৬৫ হাজার মুসলমানের প্রাণ নিয়েছে ভারতীয় সেনা৷ তারই যোগ্য উত্তর হিসেবে জঙ্গিরা আখনুর, উরিতে হামলা করেছে৷ এভাবেই মুজাহিদিন জঙ্গিরা হামালা চালিয়ে যাবে৷ এবং ভারতকে ধ্বংস করে দেবে৷ হাফিজ আরও জানায়, এই লক্ষ্যে তার পাশে রয়েছে পাকিস্তান এবং বালুচিস্তানবাসীও৷ ভারতের বিরুদ্ধে সরব হতে কাশ্মীরের সাধারণ মানুষের সমর্থনে হাফিজ পাশে পেয়েছে বালুচ নেতা শাহজেইন জুগতিকেও৷ এ কথাই এদিন জনসভায় ফের একবার মনে করিয়ে দেয় ২০০৮ মুম্বই হামলার মাস্টার মাইন্ড৷ হাফিজ বলে, “বালুচিন্তানের ৫০ হাজার মানুষ কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত৷ শুধু আমার ডাকের অপেক্ষায় রয়েছে তারা৷”

(রাস্তায় অচেনা মহিলাদের চুম্বন, গ্রেপ্তার যুবক)

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীরকে হুঁশিয়ারিও দিয়েছে হাফিজ৷ তার কথায়, মোদি যদি পাকিস্তানে নদীর জল সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে ভারতে রক্তের নদী বইবে৷

The post পাকিস্তানকে জল না দিলে রক্ত বন্যা বইবে, মোদিকে হুমকি হাফিজের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement