শিলাজিত সরকার: কলকাতা লিগে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভাঙার অভিযোগ। মহামেডানকে বড় শাস্তি দিল আইএএফএ। যার জেরে লিগের লড়াইয়ে সুবিধা পেয়ে গেল ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে অনেকটা এগিয়ে গেল লাল-হলুদ শিবির।
অভিযোগ, কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ভূমিপুত্র খেলানোর নিয়ম ভেঙেছিল মহামেডান। নিয়ম অনুযায়ী, ঘরোয়া লিগের ম্যাচ চলাকালীন ৯০ মিনিট ৪ জন করে ভূমিপুত্র মাঠে থাকা বাধ্যতামূলক। কিন্তু মহামেডানের বিরুদ্ধে অভিযোগ তাঁরা ইস্টবেঙ্গল ম্যাচে ৯০ মিনিট ৪ ভূমিপুত্র খেলায়নি। যার পরিণামে মঙ্গলবার আইএফএর শৃঙ্খলারক্ষা কমিটি ম্যাচের পুরো পয়েন্ট ইস্টবেঙ্গলকে দিয়েছে।
এর ফলে ডায়মন্ড হারবার এফসির সাথে ইস্টবেঙ্গলের ব্যবধান বেড়ে ৪ পয়েন্ট হল। আপাতত লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ১৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। এতদিন তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ডায়মন্ড হারবার। শেষ ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করায় লিগ লড়াইয়ে খানিকটা পিছিয়ে পড়েছে কিবু ভিকুনার দল। ১৫ ম্যাচে তাঁদের সংগ্রহ ৩৯। অর্থাৎ ৪ পয়েন্টে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। অন্যদিকে ভবানীপুর ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। লিগের চ্যাম্পিয়নশিপ নির্ধারণ করার ম্যাচগুলি হল ইস্টবেঙ্গল-ভবানীপুর, ডায়মন্ডহারবার-ইস্টবেঙ্গল, মহামেডান-ডায়মন্ড হারবার। তিনটে ম্যাচই হওয়ার কথা পুজোর পর। সেই ম্যাচের আগেই অ্যাডভান্টেজ পেয়ে গেল ইস্টবেঙ্গল।
তবে আইএফএর এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। মোহনবাগান সহ-সভাপতি কুণাল ঘোষের প্রশ্ন, "IFA কি বাংলার ফুটবলের অভিভাবক, নাকি শুধু ইস্টবেঙ্গলের অভিভাবক? মহমেডান স্পোর্টিংয়ের যুক্তি না শুনে কেন ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দেওয়া হল? ওদের চ্যাম্পিয়ন করাতে চক্র সক্রিয়। কারণ এর ফলে ডায়মন্ড হারবারের এক পয়েন্টে এগিয়ে থাকা ইস্টবেঙ্গল ৪ পয়েন্টে এগিয়ে গেল। এই IFA-তে পুরো বদল দরকার। তিন চারজন মিলে দিনের পর দিন এই একতরফা কাজটা চালাচ্ছে। এসব বন্ধ হোক।"