shono
Advertisement

মোহনবাগানের সিদ্ধান্তে হতাশ আইএফএ সচিব

মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, “টিভি স্বত্ত্ব নিয়ে প্রতিবছরই আমাদের কথা হয়৷ প্রত্যেকবারই উৎপলবাবু বলেন, এবার ছেড়ে দাও, পরের বার দেখা যাবে৷ সেই পরের বার আর আসে না৷ দিনের পর দিন এভাবে চলবে না৷” The post মোহনবাগানের সিদ্ধান্তে হতাশ আইএফএ সচিব appeared first on Sangbad Pratidin.
Posted: 10:11 PM Jun 17, 2016Updated: 04:41 PM Jun 17, 2016

স্টাফ রিপোর্টার: মোহনবাগানের সিদ্ধান্তে রীতিমতো হতাশ আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷ তবে দাবি মেনে নেওয়ার রাস্তায় আপাতত নেই তিনি৷ মোহনবাগান থেকে এখনও কোনও চিঠি পাননি৷ পেলে সম্ভবত আলোচনায় বসবেন মোহন-কর্তাদের সঙ্গে৷
বুধবার মোহনবাগান কার্যকরি সমিতি সিদ্ধান্ত নেয় যে টিভি স্বত্ত্ব না পেলে লিগে বড় ম্যাচ খেলবে না৷ সকালেই স্টার কর্তৃপক্ষ বিভিন্ন সংবাদপত্রের কাটিং-সহ আইএফএ সচিবকে চিঠি দিয়ে জানতে চায়, আসন্ন লিগে ঠিক কী হতে চলেছে৷ এই খবর জানিয়ে সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “খুব হতাশ লাগছে এই ভেবে যে, আমার অ্যাফিলিয়েটেড ক্লাব আমাকে সরাসরি না জানিয়ে সংবাদ মাধ্যমে জানাচ্ছে৷ মোহনবাগানের সঙ্গে আইএফএর সম্পর্কটা এতটা তিক্ত হয়নি যে, আমার সঙ্গে আলোচনা করা যেত না৷”
টিভি স্বত্তেবর দাবি নতুন নয়৷ একই দাবি জানিয়ে এসেছে ইস্টবেঙ্গলও৷ উৎপলবাবু বললেন, “এনিয়ে আইএফএ-র সঙ্গে আগেও আলোচনা হয়েছে৷ কিন্তু কখনওই কোনও সিদ্ধান্ত হয়নি৷ ওদেরও বোঝা উচিত, আইএফএ কীভাবে আর্থিক সমস্যা মোকাবিলা করছে৷” এ নিয়ে প্রশ্ন করা হলে মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত বলেন, “টিভি স্বত্ত্ব নিয়ে প্রতিবছরই আমাদের কথা হয়৷ প্রত্যেকবারই উৎপলবাবু বলেন, এবার ছেড়ে দাও, পরের বার দেখা যাবে৷ সেই পরের বার আর আসে না৷ দিনের পর দিন এভাবে চলবে না৷”
আইএফএর আর্থিক দুর্দশার কথা ব্যাখ্যা করে তিনি বলেন, “বড় ম্যাচ হওয়ার পরেও আইএফএ-র কাছে স্পনসররা লাফিয়ে চলে আসছে না৷ আমার নিজের ব্যবসা থেকে ৩ কোটি টাকা দিয়ে লিগের টাইটেল স্পনসর ঠিক করতে হয়েছে৷ আর স্টার যে টিভি পার্টনার হিসেবে চুক্তি করেছে, সেখানেও আমার অনেকটাই দায়বদ্ধতা রয়েছে৷ ওরা যে পরিমাণ টাকা স্পনসর হিসেবে আমাদের দেবে, তার অনেকটাই আমাকে ব্যাক্তিগত ভাবে ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন হিসেবে তুলে দেওয়ার কথা দিতে হয়েছে৷ আমার ব্যাক্তিগত ক্ষমতা এবং দায়বদ্ধতার জন্যই স্পনসর পাচ্ছি৷”
লিগের বড় ম্যাচ থেকে আইএফএ যে ভাল টাকা পায়, তা স্বীকার করে নিয়ে উৎপলবাবু বললেন, “মোহনবাগানের হোম ম্যাচ থেকে আমরা দশ পয়সাও পাই না৷ যাবতীয় আয় সেই একটা ম্যাচ থেকে৷ কিন্ত্ত এই একটা ম্যাচের উপর নির্ভর করে নার্সারি, অনূর্ধ্ব-১৪, ১৯ এমনকী জেলা ফুটবলের খরচও চালানো হয়৷ আইএফএর যদি সত্যিই সেরকম আর্থিক সঙ্গতি থাকত, তাহলে নিশ্চয়ই আমরাও মোহনবাগানের সমস্যাটা দেখতাম৷ তা ছাড়া ওরাও জানে, এই মুহূর্তে কী স্পনসর সঙ্কট!”

Advertisement

The post মোহনবাগানের সিদ্ধান্তে হতাশ আইএফএ সচিব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement