shono
Advertisement

‘এভাবে কথা বলবেন না, আমি মার্কিন প্রেসিডেন্ট’, সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন ট্রাম্প

হারটা এখনও হজম করতে পারেননি তিনি।
Posted: 09:06 AM Nov 28, 2020Updated: 09:06 AM Nov 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেজাজ হারালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এমনিতেই নির্বাচনে জো বিডেনের (Joe Biden) কাছে পরাজিত হওয়াটা এখনও হজম করতে পারেননি তিনি। বিডেনকে জেতাতে ভোটে কারচুপি করা হয়েছে বলে বারবার অভিযোগ জানিয়েছেন। তার মধ্যেই এক সাংবাদিক সম্মেলনে তাঁর কথার মধ্যেই পালটা প্রশ্ন করায় এক সাংবাদিককে রীতিমতো হুমকির সুরে শাসালেন ট্রাম্প। জানিয়ে দিলেন, ‘‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আমি আমেরিকার প্রেসিডেন্ট।’’

Advertisement

ঠিক কী হয়েছিল? শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করছিলেন ট্রাম্প। সেখানে নিজের এই ক’দিনের বক্তব্যে অনড় থেকেই তিনি বলেন, ‘‘ব্যাপারটা মেনে নেওয়া কঠিন। কেননা আমরা জানি প্রভূত কারচুপি হয়েছে। কিন্তু সময়টা আমাদের সঙ্গে নেই। তাই এই বিষয়ে তাড়াতাড়ি পদক্ষেপ করতে পারছি ন‌া।’’

[আরও পড়ুন: সন্ত্রাসে উসকানি দেওয়ার জের, পাকিস্তানের ইমামকে জেলে পাঠাল ফ্রান্স]

এরপরই সংবাদমাধ্যমের উপরে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর কথায়, ‘‘সব কিছুই আমাদের পক্ষে আছে। সত্যিটা আমাদের পক্ষেই আছে। কিন্তু আপনারা প্রবলভাবে কারচুপি করেছেন।’’ ঠিক এই সময়ই ঘটে বিপত্তি। তাঁর এই কথার মাঝেই পালটা প্রশ্ন করতে গিয়েছিলেন এক সাংবাদিক। তখনই মেজাজ হারান ট্রাম্প। রুষ্ট স্বরে বলে ওঠেন, ‘‘আমার সঙ্গে এভাবে কথা বলবেন না। আপনি নেহাতই সামান্য একজন। আমি আমেরিকার প্রেসিডেন্ট। এইভাবে প্রেসিডেন্টের সঙ্গে কখনও কথা বলা যায় না।’’

আইনি লড়াইয়ের কোনও পথ আর খোলা নেই। তবুও হার এখনও পুরোপুরি মেনে নিতে নারাজ ট্রাম্প। এবার ইলেক্টোরাল কলেজের দোহাই দিচ্ছেন তিনি। তিনি হোয়াইট হাউস ছাড়বেন কিনা সেই প্রশ্নের উত্তরে অবশ্য ট্রাম্প জানিয়েছেন, তাতে তাঁর আপত্তি নেই। তাঁর কথায়, ‘‘অবশ্যই আমি হোয়াইট হাউস ছেড়ে যাব। আর সেটা তো আপনারা জানেনই। কিন্তু ২০ জানুয়ারির আগে আরও অনেক কিছু ঘটবে। বিরাট জালিয়াতি হয়েছে। তৃতীয় বিশ্বের দেশগুলির মতো আমরা কম্পিউটার ব্যবহার করছি, যা সহজেই হ্যাক করা সম্ভব।’’

[আরও পড়ুন: ভারত করোনার ভ্যাকসিন উৎপাদন করলে সুবিধা পাবে নেপালও, আশ্বাস হর্ষবর্ধন শ্রিংলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement