shono
Advertisement

‘বিশ্বের কাছে অপদস্থ পাকিস্তান’, শাহবাজ, বিলাওয়ালের বিদেশ সফর নিয়ে প্রশ্ন ইমরানের

মেয়েকে রাজা চার্লসের রাজ্যাভিষেকে নিয়ে গিয়েও বিতর্কে শরিফ।
Posted: 04:02 PM May 07, 2023Updated: 04:02 PM May 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুদ্রাস্ফীতির কবলে দেশ। অর্থনৈতিক সংকটে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এহেন সময়ে প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী কিনা বিদেশ সফরে যাচ্ছেন! এমনই অভিযোগে সোচ্চার পাকিস্তানি নাগরিকরা। গোয়ায় এসসিও সম্মেলনে যোগ দিতে এসেছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। ব্রিটেনে চার্লসের রাজ্যাভিষেকে গিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যা নিয়ে ক্ষোভ তুঙ্গে। এই নিয়ে মুখ খুলেছেন ইমরান খানও। শাসক জোটকে আক্রমণ করে ইমরান (Imran Khan) জানাচ্ছেন, ”দুনিয়ার কাছে অপদস্থ হচ্ছে পাকিস্তান (Pakistan)।”

Advertisement

রাজা তৃতীয় চার্লসের (King Charles) রাজ্যাভিষেক হয়েছে শনিবার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহবাজ শরিফ ও তাঁর কন্যা। এই প্রসঙ্গে পাকিস্তানের এক সিনিয়র সাংবাদিক মঈদ পীরজাদা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, ‘শাহবাজ শরিফ তাঁর মেয়েকেও রাজা চার্লসের রাজ্যাভিষেকে নিয়ে গেলে? এর জন্যই কি করদাতারা কর দেন? এ কীরম রাষ্ট্রনীতি? নাকি এই ধরনের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা কোনও রাষ্ট্রনীতির অংশ নয়?’

[আরও পড়ুন; DA আন্দোলনে বিজেপির সঙ্গে মঞ্চ ভাগ কংগ্রেসের, শৃঙ্খলারক্ষা কমিটির রোষে মান্নান-অসিত-কৌস্তভ]

অন্যদিকে ইমরানের কটাক্ষ, ”আমি প্রধানমন্ত্রী শেহবাজকে বলতে চাই তিনি যখন লন্ডনে, সেই সময় ৬ জন পাক সেনা শহিদ হয়েছেন পারাচিনারে। মারা গিয়েছেন আটজন। দেশে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে।” প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কথায়, ”গোটা বিশ্বের কাছে পাকিস্তান অপদস্থ হচ্ছে।” পাশাপাশি বিলাওয়াল ভুট্টোকে (Bilawal Bhutto) তাঁর প্রশ্ন, ”আপনি দেশের টাকায় বিদেশ যাওয়ার আগে কি এক বারও জানতে চেয়েছিলেন এতে পাকিস্তানের লাভ হবে না ক্ষতি হবে?” সব মিলিয়ে পাক মন্ত্রীদের বিদেশ সফর ঘিরে বিতর্ক তুঙ্গে।

[আরও পড়ুন; চোটমুক্ত রাখতে হবে গিলকে, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ঝুঁকি না নেওয়ার নির্দেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement