shono
Advertisement

Breaking News

জল্পনার অবসান, ১১ আগস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ইমরান খান

জোটসঙ্গীর খোঁজে ইমরানের দল। The post জল্পনার অবসান, ১১ আগস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ইমরান খান appeared first on Sangbad Pratidin.
Posted: 07:12 PM Jul 30, 2018Updated: 07:42 PM Jul 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জল্পনার অবসান৷ অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করলেন ইমরান খান ৷ আগামী ১১ আগস্ট শপথ নিতে চলেছেন তিনি৷ ৩৪২ আসন বিশিষ্ট পাক পার্লামেন্ট বা ন্যাশনাল অ্যাসেম্বলিতে নির্বাচন হয় গত ২৫ জুলাই৷  লড়াই হয় মোট ২৭২টি আসনে। ৭০টি আসন সংরক্ষিত থাকে মহিলা ও প্রতিবন্ধীদের জন্য। যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনও রাজনৈতিক দলকে পেতে হত ১৩৭ টি আসন। ওই নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পায় ১১৫টি আসন৷ তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে নওয়াজ শরিফের দল পিএমলএন ও বিলাওয়াল ভুট্টোর পিপিপি। পিএমলএনের দখলে রয়েছে ৬৪টি আসন৷ ৪৩টি আসন পেয়েছে বেনজির ভুট্টোর পিপিপি।

Advertisement

[পাক সেনার জুতো পালিশের লোক, ইমরানকে কটাক্ষ রেহামের]

নির্বাচনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও, সরকার গঠনের জন্য যথেষ্ট আসন নেই ইমরান খানের দলের ঝুলিতে৷ সরকার গঠনের জন্য আরও ২২টি আসন দরকার পিটিআই-র৷ ওই আসন জোগাড়ের জন্য অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধতে হবে পিটিআই-কে৷ জোটের ইঙ্গিত নিয়ে ইতিমধ্যেই ছোট ও স্বাধীন দলগুলির সঙ্গে যোগাযোগ করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ৷

[পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন ইমরান, টুইটে অভিনন্দন প্রথম স্ত্রীর]

পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট৷ তার আগেই প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ইমরান খান, রবিবারই একথা ঘোষণা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা নইমুল হক৷ তিনি জানান, বিভিন্ন ছোট ছোট দল ও নির্দল প্রার্থীদের কাছে যেতেও শুরু করেছেন দলের প্রতিনিধিরা৷ কারণ সরকার গঠনের জন্য গাঁটছড়া বাঁধতেই হবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টিকে৷ এরই মাঝে সোমবার ‘রেডিও পাকিস্তান’-এ শপথ গ্রহণের দিনক্ষণ ঘোষণা করেন ইমরান খান৷ পিটিআই-র প্রত্যেক সদস্যই চেয়েছিলেন ১৪ আগস্টের আগেই শপথ গ্রহণের পর্ব শেষ হোক৷ সেই অনুযায়ী এই সিদ্ধান্ত বলেও জানান ইমরান৷

[প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান, জোট গড়ে আসনে বসা কেবল সময়ের অপেক্ষা]

ইমরান খান আরও বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী আটচল্লিশ ঘণ্টার মধ্যে খাইবার পাকতুনখাওয়ার মুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করব৷ সাধারণ মানুষের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলেও জানান তিনি৷  

The post জল্পনার অবসান, ১১ আগস্ট প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ইমরান খান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement