সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট (IND vs BAN)। সেই ম্যাচেই পাঁচ উইকেট তুলে নিলেন হাসান মাহমুদ। বাংলাদেশের তরুণ পেসারের পাশাপাশি নজর কাড়লেন তাস্কিন আহমেদ। দুই পেসারের দাপটে ৪০০র ধারেকাছে পৌঁছতে পারল না ভারত। চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে প্রথম এক ঘণ্টায় চার উইকেট খোয়াল মেন ইন ব্লু। ৩৭৬ রানে শেষ হল ভারতের ইনিংস। আগের দিন দুরন্ত ব্যাটিং করলেও দ্বিতীয় দিনে এসে সেঞ্চুরি অধরা থাকল রবীন্দ্র জাদেজার।
প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের স্কোর ছিল ৩৩৯। ঘরের মাঠ চিপকে সেঞ্চুরি হাঁকান অশ্বিন। প্রথম দিনের শেষে ৮৬ রানে ব্যাট করছিলেন জাদেজা। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে ওই স্কোরেই আউট হয়ে যান। তাঁর উইকেট তুলে নেন তাস্কিন। খানিক পরে আউট হয়ে যান অশ্বিন। ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন আকাশ দীপ। দ্বিতীয় দিন সকালে এই তিনজনই তাস্কিনের বলে আউট হয়েছেন।
ভারতের দশম উইকেটটি তুলে নেন হাসান মাহমুদ। প্রথম দিন তাঁর গতিতে পরাস্ত হয়েছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। দ্বিতীয় দিনে তরুণ পেসারের শিকার জশপ্রীত বুমরাহ। চলতি বছরে টেস্টে অভিষেক ঘটানো হাসান এর আগে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন। এবার ভারতের মাটিতেও এক ইনিংসে তুলে নিলেন পাঁচ উইকেট। টানা দুই টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট পাওয়া তরুণ পেসারকে নিয়ে উচ্ছ্বসিত ওপার বাংলার ক্রিকেট মহল।
তবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি বাংলাদেশ। বুমরাহ-সিরাজের গতির সামনে রীতিমতো কাঁপতে দেখা গিয়েছে দুই ওপেনারকে। প্রথম ওভারেই শাদমান ইসলামের উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। তার পর চেন্নাইয়ে দাপট আকাশ দীপের। পর পর দুই বলে তিনি প্যাভিলিয়নে ফেরান জাকির হাসান এবং মোমিনুল হককে। মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের স্কোর ২৬ রান। ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম।