shono
Advertisement

Breaking News

পর্যটক তালিকায় এক থেকে পাঁচে নামল ভারত, ভাঁড়ারে টান মালদ্বীপের!

গোটা ভারত জুড়ে শুরু হয়েছে 'বয়কট মালদ্বীপ'।
Posted: 08:45 PM Jan 31, 2024Updated: 09:08 PM Jan 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত একমাসে ভারত ও মালদ্বীপের সম্পর্কের ফাটল চওড়া হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে দ্বীপরাষ্ট্রটির পর্যটনশিল্পে। ধাক্কা খাচ্ছে দেশের অর্থনীতি বলে খবর। ভারতীয় পর্যটকদের বিদেশ ভ্রমণের জন্য অন্যতম পছন্দ ছিল মালদ্বীপ। গত বছরের ডিসেম্বর মাসেও সেদেশে পর্যটকদের নিরিখে ভারতের স্থান ছিল শীর্ষে। কিন্তু নতুন বছরে সেই ক্রম নেমে গিয়েছে পাঁচে।   

Advertisement

সম্প্রতি মালদ্বীপের পর্যটন মন্ত্রকের তরফে একটি তথ্য প্রকাশ করা হয়েছে। সরকারি তথ্য অনুসারে, সেদেশে আগত পর্যটকদের সংখ্যার নিরিখে রাশিয়া এখন শীর্ষে। গত তিন সপ্তাহে রাশিয়া থেকে মালদ্বীপে ১৮ হাজার ৫৬১ জন পর্যটক গিয়েছিলেন। তার পরে আছে ইটালি। ১৮ হাজার ১১১ জন পর্যটক ইটালি থেকে সেখানে গিয়েছিলেন। তিন এবং চারে আছে যথাক্রমে চিন (১৬ হাজার ৫২৯ জন) এবং ব্রিটেন (১৪ হাজার ৫৮৮ জন)। তালিকায় পাঁচে স্থান রয়েছে ভারতের। ১৩ হাজার ৯৮৯ ভারতীয় পা রেখেছিলেন মালদ্বীপে। চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষদ্বীপ সফরের পরেই মালদ্বীপ-ভারত সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন প্রেসিডেন্ট মুইজুর দলের একাধিক নেতা। তার পরই নিন্দার ঝড় ওঠে। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। সেই থেকেই পর্যটক কমতে শুরু করেছে দ্বীপরাষ্ট্রটিতে।   

উল্লেখ্য, দেশের পাশে দাঁড়িয়ে মালদ্বীপের সমস্ত বুকিং বাতিল করে দিয়েছিল ইজ মাই ট্রিপ। অনলাইন ট্রাভেল এজেন্সিটির তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ সফর ঘিরে মালদ্বীপের সোশাল মিডিয়ায় নানা অপমানজনক মন্তব্য করা হয়েছে। তাই মালদ্বীপের কোনও বুকিং করবে না সংস্থাটি। অন্যদিকে, মালদ্বীপে না গিয়ে লাক্ষাদ্বীপে ছুটি কাটানোর পক্ষে সওয়াল করছেন দেশবাসী। সেই তালিকায় রয়েছেন বলিউড তারকা থেকে ক্রীড়াবিদরাও।      

বলে রাখা ভালো, ভারতের সঙ্গে সংঘাতের জেরে বিরোধীদের প্রবল প্রতিবাদের মুখে পড়েছেন মুইজ্জু। ‘চিনপন্থী’প্রেসিডেন্টের বিরুদ্ধে ইম্পিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে প্রধান বিরোধীদল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি। খুব শীঘ্রই তা পার্লামেন্টে পেশ হওয়ার কথা রয়েছে বলে খবর। গত কয়েকদিন ধরেই মালদ্বীপের পার্লামেন্টে তুমুল মতবিরোধ চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement