shono
Advertisement

Breaking News

বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শংকরের, উঠল তিস্তা জলবণ্টন প্রসঙ্গ

রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয় দু'জনের মধ্যে।
Posted: 12:14 PM Feb 23, 2022Updated: 12:14 PM Feb 23, 2022

সুকুমার সরকার, ঢাকা: প্যারিসে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের। সোমবারের আলোচনায় রোহিঙ্গা সমস্যা থেকে শুরু করে তিস্তা নদীর জলবণ্টনের বিষয় উঠে আসে দু’জনের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: সনাতন শাস্ত্রীয় আইন পরিবর্তনের পথে বাংলাদেশ, ঢাকার রাজপথে বিক্ষোভ হিন্দু সংগঠনের]

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে ফ্রান্স সফরে রয়েছেন জয়শংকর ও মোমেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, জয়শংকরের সঙ্গে তিস্তার জলবণ্টন সমস্যা সমাধানের গুরুত্বের কথা তুলে ধরেন মোমেন। এই বিষয়ে ভারত সরকারের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন জয়শংকর। এছাড়া, কুশিয়ারা নদী সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছেন তাঁরা। একইসঙ্গে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারতকে রোহিঙ্গা সংকটের সমাধানের বিষয়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান মোমেন। উভয় মন্ত্রী মনে করেন, মুজিব শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে ২০২১ সালে বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি উচ্চমাত্রায় পৌঁছেছে। টুইট বার্তায় এস জয়শঙ্কর বলেন, ২০২২ সালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও উচ্চস্তরে নিয়ে যেতে নয়াদিল্লি প্রতিশ্রুতিবদ্ধ।

জানা গিয়েছে, এ বছরের প্রথমার্ধে দিল্লিতে যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে অংশ নিতে আবদুল মোমেনকে আমন্ত্রণ জানান জয়শংকর। জেসিসি বৈঠকের আগে তাঁরা সংশ্লিষ্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকগুলো শেষ করার ওপর জোর দিয়েছেন। এদিকে বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের চিকিৎসার জন্য সোমবার ভারত পৌঁছন। এছাড়া বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন বুধবার দু’দিনের সফরে ভারত আসছেন। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তিনি দিল্লিতে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে জেসিসির আলোচ্যসূচি এবং এ বছরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে আলোচনার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই দেশের শীর্ষ বৈঠককে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী কয়েক মাসে সহযোগিতার বিভিন্ন বিষয়ে নানা পর্যায়ের বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে মার্চে বাণিজ্য সচিব পর্যায়ের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ছাড়া কাছাকাছি সময়ে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) সইয়ের বিষয়ে যৌথ সমীক্ষা নিয়ে গঠিত ওয়ার্কিং গ্রুপের একটি বৈঠক হতে পারে।

[আরও পড়ুন: জঙ্গিদমনে দারুণ সফল, শেখ হাসিনার প্রশংসায় ইন্টারপোল, পাশে থাকার প্রতিশ্রুতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement