সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা নির্ণয় পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। কোয়ালিফায়ারে ব্লু টাইগার্সদের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। সেই ম্যাচটি খেলা হবে শিলংয়ে। মঙ্গলবার এআইএফএফের তরফে জানানো হয়েছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম ম্যাচ। তবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ১৯ মার্চ শিলংয়েই মলদ্বীপের বিরুদ্ধে ভারত একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তার পরে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। জানা গিয়েছে, দুটি ম্যাচই খেলা হবে সন্ধে সাতটা থেকে।
২০২৭ সালে সৌদি আরবে খেলা হবে এএফসি এশিয়ান কাপ। এই প্রতিযোগিতায় গত দু’বার মূলপর্বে খেলেছিল ভারত। এবারও মূলপর্বে খেলার লক্ষ্য নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। তার আগে অবশ্য যোগ্যতা অর্জন পর্বের বেড়া টপকাতে হবে মনবীর সিংদের। কোয়ালিফায়ার পর্বে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, হংকং এবং সিঙ্গাপুর। অর্থাৎ গ্রুপে খুব কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে হচ্ছে না গুরপ্রীত সিং সান্ধুদের। গ্রুপ পর্বের বিজয়ীরা চলে যাবে মূলপর্বে।
আসন্ন এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে দলগুলোর। ভারতের প্রথম হোম ম্যাচ ২৫ মার্চ। গ্রুপ সিতে থাকা অন্যান্য দলগুলোর সঙ্গে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত খেলবে ভারত। প্রথম ম্যাচটি বাংলাদেশের বিরুদ্ধে শিলংয়ের বিরুদ্ধে খেলবে ব্লু টাইগার্স। উল্লেখ্য, মেঘালয়ের এই স্টেডিয়ামটি গত বছর ঢেলে সাজানো হয়েছিল। তারপর এই প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে জওহরলাল নেহরু স্টেডিয়ামে।
