সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রোপণ্যের মাত্রারিক্ত মূল্যবৃদ্ধি সারা দেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখতেই এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি৷ তবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র৷ বাইরে থেকে ডিজেল আমদানি সম্ভবত বন্ধ হতে চলেছে৷ সরকারি ও প্রাইভেট পেট্রোপণ্য সরবরাহকারী সংস্থাগুলি হাত ধরাধরি করে এই মূল্যবৃদ্ধি কমাতে উদ্যোগী হয়েছে বলেই জানা গিয়েছে৷
কোন উপায়ে দাম কমানোর কথা ভাবা হচ্ছে? এতদিন প্রাইভেট সংস্থাগুলি বিশেষ কিছু কর দিতে অস্বীকার করত৷ ফলত বাইরে থেকে পেট্রোপণ্য আমদানির উপরই জোর দিয়েছিল সরকারি সংস্থাগুলি৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মেলাতে ও আমদানি খরচ মেটাতে গিয়েই দেশে পেট্রোপণ্যের দাম ক্রমশ বাড়ছে৷ বিগত দু’মাসে তিনবার বেড়েছে এই দাম৷ গোটা দেশের কাছে এই মূল্যবৃদ্ধি উদ্বেগের কারণ৷ তা দূর করতে এবার সরকারি ও প্রাইভেট সংস্থাগুলি একে অন্যের সাহায্যে এগিয়ে এল৷ সূত্রের খবর, প্রাইভেট সংস্থাগুলি ‘সেন্ট্রাল সেলস ট্যাক্স’ মেটাতে রাজি হয়েছে৷ অন্যদিকে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহণের ক্ষেত্রে যে ‘কোস্টাল ফ্রেইট কস্ট’, তা মেটাবে সরকারি সংস্থাগুলি৷ এই পদ্ধতিতেই আমদানি কমবে৷ ফলে পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷
The post ডিজেলের দাম কমাতে নয়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র appeared first on Sangbad Pratidin.