সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাকিস্তান কাশ্মীর দিবস পালন করলে, ভারতও বালোচিস্তান দিবস পালন করুক’। বালোচদের পক্ষে সওয়াল করে নয়াদিল্লির কাছে এমনই অনুরোধ করলেন মুত্তাহিদা কাউমি আন্দোলনের নেতা আলতাফ হোসেন৷ ইসলামাবাদকে বিঁধে এই পাকবিরোধী নেতা বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে কাশ্মীর৷ তাই নিয়ে ভারতের সঙ্গে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান৷ কিন্তু বালোচিস্তানের বিষয়টি সম্পূর্ণ অন্য৷ বালোচনিস্তানকে বন্দুকের জোরে, বলপূর্বক দফল করে রেখেছে পাক সেনা৷”
[কুলভূষণ-সলমন ‘র’ এজেন্ট! নেটিজেনদের রোষে পাক সেনার মুখপাত্র]
রাওয়ালপিণ্ডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে আলতাফ আরও বলেন, “পাকিস্তান বলছে, ভারত নাকি কাশ্মীর দখল করেছে৷ যদি তাই হয়, তবে ঠিক একই কাজ তো তাঁরাও বালোচিস্তানের সঙ্গে করেছে৷ বন্দুকের নলের জোরে স্বাধীন বালোচিস্তানের দখল নিয়েছে পাক সেনা৷” আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে পাক সেনাকে ‘বিশ্বের সবচেয়ে কাপুরুষ’ বলেও কটাক্ষ করেন আলতাফ হোসেন৷ তিনি বলেন, “যদি বাংলাদেশের সেনাও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে৷ তবে ভয়ে এখনই বাংলাদেশের কাছে পরাজয় স্বীকার করে নেবে কাপুরুষ পাক সেনা৷” বালোচদের সতর্ক করে মোহাজিরদের এই নেতা বলেন, “স্বাধীনতা পেয়ে, আপনারা যদি আবারও পাকিস্তানের সঙ্গে যুক্ত হন৷ তাবে সারাজীবন আপনাদের পাক সেনার দাসত্ব করতে হবে৷”
[সত্যি হল ম্যাটিসের আশঙ্কা, যুদ্ধের প্রস্তুতি শুরু করল তুরস্ক]
মুত্তাহিদা কাউমি আন্দোলনের এই নেতা প্রকাশ্যেই স্বীকার করেন, ভারতে ছেড়ে পাকিস্তানে চলে গিয়ে ভুল করেছেন তাঁরা৷ তিনি জানান, পাক সেনার দ্বারা রোজ আক্রমণের শিকার হচ্ছে সেদেশে বসবাসকারী ৭ কোটি মোহাজির৷ তাঁদের সঙ্গে দাসের মতো ব্যবহার করা হচ্ছে৷ গণহত্যার শিকার হচ্ছেন মোহাজিররা৷” এরপরই তিনি বলেন, “মৌলানা আবুল কালাম আজাদের পরামর্শ না শুনে মস্ত বড় ভুল করেছেন মোহাজিররা৷ আবুল কালাম আগেই তাঁদের এই পরিস্থিতির ইঙ্গিত দিয়েছিলেন৷” পাক সেনার পাশাপাশি পাক সরকারকেও আক্রমণ করেছেন মুত্তাহিদা কাউমি আন্দোলনের নেতা আলতাফ হোসেন৷ সমালোচনা করেছেন পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর৷ তিনি জানান, দিনের পর দিন পাকিস্তানে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন রাজনৈতিক নেতারা৷ কিন্তু সরকার তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ কাজ করছে না ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো৷
The post ভারতকে বালোচিস্তান দিবস পালনের অনুরোধ পাকবিরোধী নেতার appeared first on Sangbad Pratidin.