shono
Advertisement

পরপর দু’দিন হাজারের নিচে দেশের দৈনিক করোনা সংক্রমণ, স্বস্তি দিয়ে কমছে অ্যাকটিভ কেসও

বাংলাতেও নিয়ন্ত্রণে কোভিড-১৯।
Posted: 10:01 AM Oct 26, 2022Updated: 10:13 AM Oct 26, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে স্বস্তি। দেশে অনেকটাই ম্লান করোনার চোখ রাঙানি। গতকালের পর আজ, বুধবারের পরিসংখ্যানও বলছে, ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যা হাজারের নিচে। যদিও দিওয়ালিতে টেস্টিং তুলনামূলক কম। তবে নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যাও। বাংলাতেও নিয়ন্ত্রণে কোভিড-১৯।

Advertisement

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৩০ জন। গতকালের তুলনায় যা সামান্য কম। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২১ হাজার ৬০৭ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৯৮১ জন।

[আরও পড়ুন: বামনেতার সঙ্গে বৈঠক ফাঁসে অস্বস্তিতে বিজেপি, ‘বঙ্গভঙ্গ সমর্থন নয়’, সাফ বার্তা অশোক ভট্টাচার্যের]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে কেরলের করোনা গ্রাফ। সেই রাজ্যেই সর্বোচ্চ করোনার অ্যাকটিভ কেস। বর্তমানে সাড়ে তিন হাজারেরও বেশি সক্রিয় রোগীর সংখ্যা। এরপরই রয়েছে তামিলনাড়ু ও মহারাষ্ট্র। যদিও এই দুই রাজ্যের অ্যাকটিভ কেস কমে ৩ হাজারের নিচে নেমেছে। কমেছে রাজধানী দিল্লি, কর্ণাটক, অসমের করোনা সংক্রমণ। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্ত ৫৩ জন। তবে মারণ ভাইরাসে কেউ প্রাণ হারাননি। বাংলার বর্তমান অ্যাকটিভ কেস ১২১৫।

তবে এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯৫ হাজার ১৮০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৭ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটি, ৫৭ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় এক লক্ষ। এদিকে, বুস্টার ডোজ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশবাসীকে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: পাক হামলার জবাবের প্রস্তুতি? জরুরি ভিত্তিতে অত্যাধুনিক ৭৫০টি ড্রোন কিনছে ভারতীয় সেনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement