shono
Advertisement

Breaking News

পুলিশের উপস্থিতিতেও খলিস্তানি তাণ্ডব, কানাডার কাছে ব্যাখা চাইল ভারত

কানাডার হাই কমিশনারকে তলব নয়াদিল্লির।
Posted: 01:57 PM Mar 26, 2023Updated: 01:57 PM Mar 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশের উপস্থিতিতেও কীভাবে বিঘ্নিত হল কানাডার (Canada) ভারতীয় দূতাবাসের নিরাপত্তা? কীভাবে হাই কমিশনে ঢুকল খলিস্তানপন্থীরা? কানাডার হাই কমিশনের কাছে জবাব তলব করল কেন্দ্র। কানাডায় অমৃতপাল সিং সমর্থকদের তাণ্ডবের ঘটনায় সে দেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে। সবমিলিয়ে ভারতের কড়া বার্তা, খলিস্তানপন্থীদের (Khalistan) তাণ্ডব মেনে নেওয়া হবে না।

Advertisement

গত রবিবার খলিস্তানিদের তাণ্ডবের জেরে ভারতীয় রাষ্ট্রদূতের সম্মানে আয়োজিত অনুষ্ঠান বাতিল হয়। এমনকী, অনুষ্ঠানে হাজির ভারতীয় বংশোদ্ভুত সাংবাদিকদেরও হেনস্তার শিকার হতে হয়। পুলিশ উপস্থিত থাকার পরও তাণ্ডব চালায় খলিস্তান সমর্থকরা বলেও অভিযোগ। পুরো বিষয়টির নিন্দা করে তীব্র প্রতিবাদ করেছে ভারতের বিদেশমন্ত্রক। সংশ্লিষ্ট মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে বিবৃতি দেন।

[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]

বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “পুলিশের উপস্থিতিতে কীভাবে ভারতীয় দূতাবাস, রাষ্ট্রদূতের নিরাপত্তা বিঘ্নিত করল এরা? ভারতীয় দূতাবাস, কূটনীতিকদের নিরাপত্তার দায়িত্ব কানাডা প্রশাসনের। তাঁরা সেই দায়িত্ব পালন করলে তবেই স্বাভাবিক দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে।” এরপরই নয়াদিল্লিতে নিযুক্ত কানাডার হাই কমিশনারকে তলব করল কেন্দ্র। এদিকে পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর রাখছে পশ্চিমের দেশটি। কানাডার আইনসভায় একথা জানিয়েছেন সে দেশের বিদেশমন্ত্রী মেলানি জলি। তিনি জানিয়েছেন, পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দ্রুত স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসবে বলেই আশাবাদী কানাডা।

 

[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ‌্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]

প্রসঙ্গত, পাঞ্জাবের খলিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের অনুগামীদের গ্রেপ্তার করা হয়েছে। অমৃতপালের খোঁজে চলছে তল্লাশি। এর প্রতিবাদেই বিশ্বের বিভিন্ন প্রান্তেভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে খলিস্তান সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement