ইংল্যান্ড: ৩৫৩ (জো রুট ১২২*, বেন ফোকস ৪৭, আকাশ দীপ ৩/৮৩, জাদেজা ৪/৬৭)
ভারত: ২১৯-৭ (জয়সওয়াল ৭৩, শুভমান গিল ৩৮, বশির ৪-৮৪)
ভারত ১৩৪ রানে পিছিয়ে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁদ পাতা হয়েছিল ইংল্যান্ডের বাজবলকে বন্দি করতে। সেই ফাঁস কেটে বেরিয়ে ভারতকে নাস্তানাবুদ করলেন জো রুট নামের এক ভদ্রলোক। বাজবল ভুলে বিশুদ্ধ আভিধানিক ক্রিকেট খেলে তিনি ভারতীয় স্পিনারদের কার্যত নিষ্ক্রিয় করে দিয়ে গেলেন। কিন্তু তার জবাবে সেই একই দৃঢ়তা বা মানসিকতা, কোনওটাই দেখাতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। নিট ফল, রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ধুঁকছে ভারত।
[আরও পড়ুন: কাজে ফিরলেন সঞ্জনা, রোমাঞ্চিত বুমরাহ সোশাল মিডিয়ায় করলেন পোস্ট]
এদিন প্রথম সেশনেই ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। জো রুট ধীরে ধীরে ‘শিকড়’ মেলে ধরেছিলেন বলেই ইংল্যান্ড প্রথম ইনিংসে এতদূর পৌঁছতে পেরেছিল। তিনি একাই করেছেন অপরাজিত ১২২ রান। জবাবে দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২১৯ রান। অর্থাৎ ইংল্যান্ডের থেকে এখনও ১৩৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। হাতে মাত্র ৩ উইকেট। রাঁচির পিচে টম হার্টলি, শোয়েব বশিররা যেভাবে বল ঘোরাচ্ছেন, তাতে ম্যাচের তৃতীয় দিন বড় কোনও মিরাকল না হলে টিম ইন্ডিয়াকে লড়তে হবে ম্যাচ বাঁচানোর জন্য।
ইংরেজদের ৩৫৩ রানের জবাবে খেলতে নেমে এদিন শুরুটাই ভালো হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র চার রানের মাথাতেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। এর পর অবশ্য খানিক ঘুরে দাঁড়িয়েছিলেন ফর্মে থাকা দুই ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। জুটিতে ৮২ রান যোগ করেন তাঁরা। শুভমান গিল ব্যক্তিগত ৩৮ রানে আউট হওয়ার পরই প্রভাব বাড়ানো শুরু করেন ইংরেজ স্পিনাররা। ভারতের অনভিজ্ঞ মিডল অর্ডার ইংল্যান্ডের ওই তথাকথিত মধ্যম মানের স্পিনারদেরও মোকাবিলা করতে পারল না। একে একে ফিরলেন রজত পাটিদার (১৭), রবীন্দ্র জাদেজা (১২) এবং সরফরাজ আহমেদ (১৪)। রবিচন্দ্রন অশ্বিনও ফিরলেন মাত্র ১ রান করে। এসবের মধ্যে অবশ্য হাফ সেঞ্চুরি করেন জয়সওয়াল। কিন্তু ৭৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনিও।
[আরও পড়ুন: একদিন তীব্র আর্থিক কষ্টে ভুগেছেন, এক ছক্কায় ম্যাচ জিতিয়ে রাতারাতি ‘হিরো’ মুম্বইয়ের সাজনা]
একটা সময় মনে হচ্ছিল, ভারত হয়তো ২০০ রানও পেরোবে না। সেখান থেকে দিনের শেষে খানিকটা প্রতিরোধ গড়ে রোহিতদের একটু স্বস্তি দিলেন তরুণ ধ্রুব জুরেল এবং কুলদীপ যাদব। দিনের শেষে জুরেল অপরাজিত ৩০ রানে। আর কুলদীপ খেলছেন ১৭ রানে। শোয়েব বশির ৮৪ রান দিয়ে ৪ উইকেট তুলেছেন। ৪৭ রানে দুই উইকেট শিকার করেছেন হার্টলি।