গৌতম ভট্টাচার্য: আগামী ৬ ফেব্রুয়ারি, রবিবার থেকে শুরু হতে চলা ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের একটা বিশেষ তাৎপর্য আছে। একে তো রোহিত শর্মা ভারতের পূর্ণ সময়ের ওয়ানডে অধিনায়ক হিসেবে ফিরছেন এই সিরিজেই। তার উপর আবার আহমেদাবাদে প্রথম ওয়ানডে হল, ভারতের এক হাজারতম একদিনের ম্যাচ। আর সেই ম্যাচের প্রাক্কালে ভারতীয় দলকে বিশেষ বার্তা দিলেন বহু ম্যাচের সৈনিক শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)।
নতুন বছরে কোভিডের বাড়বাড়ন্তে এত বড় ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েও কিছু করা যাচ্ছে না। ‘সংবাদ প্রতিদিন’-এ শুক্রবারই প্রকাশিত হয়েছিল যে, হাজারতম ওয়ানডে হলে কী হবে, করোনার কারণে আহমেদাবাদে রবিবারের ম্যাচ উপলক্ষে বিশেষ কোনও অনুষ্ঠান হবে না। এমনকী ক্রিকেটারদের সুরক্ষার কথা ভেবে দর্শকও থাকবেন না গ্যালারিতে। ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) শুক্রবার বলে দিয়েছেন, “করোনার কারণে কিছুই করা যাবে না। ম্যাচই তো ক্লোজড ডোর করতে হচ্ছে।”
[আরও পড়ুন: Exclusive: দেশের হয়ে খেলেছেন মা, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বপ্ন দেখাচ্ছেন ছেলে]
তবে ক্রিকেটপ্রেমীরা শুনলে খুশি হবেন যে, ঐতিহাসিক ওয়ানডে-র প্রাক্কালে কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের থেকে এক বিশেষ বার্তা এসে হাজির হয়েছে। ‘সংবাদ প্রতিদিন’কে পাঠানো এক বার্তায় মাস্টার ব্লাস্টার বলেছেন, “ভারতের হাজারতম ওয়ানডে খেলা একটা বিরাট মাইলস্টোন। ১৯৭৪ সালে আমরা প্রথম একদিনের ম্যাচ খেলেছিলাম। আর এই বছর আমরা হাজারতম ওয়ানডে খেলছি। এটা সম্ভব হয়েছে অতীত এবং বর্তমানের ক্রিকেটার, ক্রিকেট প্রশাসকদের জন্য। আরও বেশি করে সম্ভব হয়েছে ভারতীয় ক্রিকেটের শুভাকাঙ্খীদের জন্য। যাঁরা অতীতে আমাদের ভাল চেয়েছেন, এখনও চাইছেন, ভবিষ্যতেও চাইবেন। গোটা দেশ গর্বিত হতে পারে, এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছি আমরা। আশা করব, ভারতীয় ক্রিকেট আরও বেশি শক্তিশালী হবে। আসন্ন ওয়ানডে সিরিজ এবং হাজারতম ওয়ানডে-র জন্য সবরকম শুভেচ্ছা থাকল।”
উল্লেখ্য, ভারত (Team India) এখনও পর্যন্ত ৯৯৯ টি ওয়ানডের মধ্যে ৫১৮টি জিতেছে। হারের মুখ দেখেছে ৪৩১টি ম্যাচে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া। তাই ঘরের মাঠে রোহিতের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্রিকেটাররা।