shono
Advertisement

Breaking News

আদিবাসীদের মন জয়ের চেষ্টা? বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর

৮২তম 'মন কি বাতে' জানালেন প্রধানমন্ত্রী।
Posted: 11:51 AM Oct 24, 2021Updated: 12:08 PM Oct 24, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার আদিবাসী নেতা বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন করবে কেন্দ্র। রবিবার তাঁর ৮২তম ‘মন কি বাতে’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের এই পদক্ষেপ দেশের আদিবাসীদের মন জয় করার হাতিয়ার বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। শুধু তাই নয়, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে একতা দিবস পালনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 

Advertisement

রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৮২তম মন কি বাত। শুরু থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী। সবেমাত্র টিকাকরণের ১০০ কোটির মাইল ফলক পেরিয়েছে ভারত। এই সাফল্যের সমস্ত কৃতিত্বই দেশের স্বাস্থ্যকর্মীদের দিলেন মোদি। তাঁদের অক্লান্স পরিশ্রমের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। তাঁর কথায়, “টিকাকরণে ভারত তাঁর শক্তি দেখিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের জন্যই।” এ কথা বলতে গিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহাপী বাজপেীর স্মৃতিচারণাও করেন তিনি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement