shono
Advertisement
Assam eviction

অভয়ারণ্যে উচ্ছেদ অভিযান ঘিরে ভয়াবহ সংঘর্ষ অসমে, পুলিশের গুলিতে মৃত ১

পুলিশের তরফে জানানো হয়, অন্তত ২ হাজার গ্রামবাসী একজোট হয়ে তেড়ে আসে।
Published By: Anwesha AdhikaryPosted: 01:54 PM Jul 17, 2025Updated: 01:54 PM Jul 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দখলদারদের উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল অসম। জানা গিয়েছে, উচ্ছেদ অভিযান ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ জড়ান দখলদাররা। পালটা পুলিশ গুলি চালালে একজনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও দু'জন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন পুলিশকর্মীও।

Advertisement

গোয়ালপাড়া এবং ধুবুরি জেলার জঙ্গল এলাকায় দখলদারদের উচ্ছেদের প্রক্রিয়া চলছিল গত কয়েকদিন ধরে। বৃহস্পতিবার সেই উচ্ছেদ প্রক্রিয়া চলাকালীনই উত্তেজনা ছড়ায় পাইকান রিজার্ভ ফরেস্ট এলাকায়। পুলিশ এবং বনদপ্তরের যৌথ বাহিনী উচ্ছেদ অভিযান শুরু করতেই বিপত্তি। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে ওই জঙ্গল এলাকায় বেশ কিছু বাড়ি এবং অন্যান্য নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে। যাঁদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাঁরা তাঁবু খাটিয়ে ওই জঙ্গলে বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে বাকি থাকা বাড়িগুলি ভাঙতে যেতেই সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশের তরফে জানানো হয়, অন্তত ২ হাজার গ্রামবাসী একজোট হয়ে তেড়ে আসে। ইট, পাথর, লাঠি নিয়ে যৌথ বাহিনীর উপর চড়াও হয় তারা। একাধিকবার সতর্ক করলেও পিছু হটেনি। পরে পুলিশও আত্মরক্ষার্থে পালটা গুলি চালায়। তার জেরে শৌকর হুসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও দু'জন। যৌথ বাহিনীরও অন্তত ১৫ জন সদস্য় আহত হয়েছেন বলে খবর। স্থানীয় গোয়ালপাড়া হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

গোটা ঘটনায় সুর চড়িয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সাফ জানিয়েছেন, "সরকারি আধিকারিকদের উপর যারা আক্রমণ করেছে তাদের কাউকে ছাড়া হবে না। কঠোর শাস্তি দেওয়া হবে। যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই বনভূমি ফেরানোর কাজ চলবে।" উল্লেখ্য, বনভূমি ফেরানো এবং আরও বেশি করে গাছ লাগানোর উদ্দেশ্যেই জঙ্গল থেকে উচ্ছেদ অভিযান চলছিল। সেখানে সংঘাত সত্ত্বেও উচ্ছেদ অভিযানের পক্ষে অনড় হিমন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গোয়ালপাড়া এবং ধুবুরি জেলার জঙ্গল এলাকায় দখলদারদের উচ্ছেদের প্রক্রিয়া চলছিল গত কয়েকদিন ধরে।
  • পুলিশের তরফে জানানো হয়, অন্তত ২ হাজার গ্রামবাসী একজোট হয়ে তেড়ে আসে। ইট, পাথর, লাঠি নিয়ে যৌথ বাহিনীর উপর চড়াও হয় তারা।
  • বনভূমি ফেরানো এবং আরও বেশি করে গাছ লাগানোর উদ্দেশ্যেই জঙ্গল থেকে উচ্ছেদ অভিযান চলছিল। সেখানে সংঘাত সত্ত্বেও উচ্ছেদ অভিযানের পক্ষে অনড় হিমন্ত।
Advertisement